ভারতবর্ষের এক দরিদ্র ছেলে রাতের
বেলা কোরআন পড়ছিল। হঠাৎ তেল শেষ
হয়ে
বাতিটা নিভে যাওয়ায় ছেলেটি
মনের দুঃখে কাঁদতে কাঁদতে বলতে
লাগলো, ‘হে
আল্লাহ, আমায় এত গরীব করে কেনো
দুনিয়াতে পাঠালে? তেল কিনে
কোরআন
পাঠ করার সামর্থও যে আমার নাই’।
তখন ঐ ছেলেটির কান্না শুনে এক যুবক
তার দরজায় কড়া নারলো।ছেলেটি
দরজা খোলার পর তাকে জিজ্ঞাসা
করলো, ‘তুমি কাঁদছো কেনো?’
অতঃপর ছেলেটি তাকে বললো, ,আমি
এতই গরীব যে তেল কিনে কোরআন
তেলাওয়াত করতেও পারছিনা’।যুবকটি
বললো, ‘তুমি কেঁদনা আমি তোমার
জন্য কেরোসিন নিয়ে আসছি।কিছুক্ষন
পরে যুবকটি কেরোসিন কিনে এনে
বললো, ‘আমি জীবনে আর মদ খাব না।
এতদিন যত টাকার মদ খেতাম এখন
থেকে সেই টাকা দিয়ে তোমাকে
কোরআন পড়ার জন্য কেরোসিন কিনে
দেব’।
ওই রাতেই যুবকটি মারা গেলেন কিন্তু
সে মদ খেত বলে এলাকার লোকজন
কেউ তার দাফন কাফন করতে চাইলো
না । এমনকি তার লাশ ঐ এলাকার
কবরস্হানে দাফন করতেও দিবেনা বলে
জানালেন। অতঃপর যুবকটির লাশ
জঙ্গলে ফেলে রেখে আসা হল। কিন্তু
আল্লাহর কি কুদরতি মহিমা তিন দিন
তিন রাত অতিবাহিত হবার পরেও
লাশটি সম্পূর্ন অক্ষত অবস্হায় ছিল। বনের
কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিড়ে
খাবে তো দূরের কথা একটা পোকা
মাকড়ও তার মৃতদেহ স্পর্শ করেনি। এমনি
ভাবে চার দিন কেটে যাবার পর ঐ
এলাকার তিনজন আল্লাহ ওয়ালা লোক
স্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন
করতে হবে। পরের দিন তারা তিন জন
মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে
তুলে এনে গোসল করিয়ে কাফন পড়িয়ে
জানাযার আয়োজন করলেন, কিন্তু
এলাকাবাসী বললেন একটা মদখোরের
জানাযা আমরা পড়বো না। তাই অল্প
কিছু লোক নিয়েই জানাযা আদায়
করার পর মৌলভী সাহেব জানতে
চাইলেন এমন কেউ কি নাই যে এই মৃত
ব্যক্তির একটি ভাল কাজের কথা বলতে
পারবে ?
তখন একজন লোক হাত তুললেন যার কাছ
থেকে যুবকটি ঐ গরীব ছেলেটির জন্য
কেরোসিন কিনেছিলেন।দোকানদার
লোকটি বললো, ‘আমি তাকে বলতে
শুনেছি জীবনে অনেক পাপ করেছি,
দেখি এই ভালো কাজের বিনিময়ে
আল্লাহ আমাকে মাফ করেন কিনা ?
জানাযার একেবারে পিছন থেকে
একটা ছেলের কান্নার আওয়াজ
পাওয়া গেল। এই
ছেলেটিই হল সেই কোরআন পাঠ করা
ছেলেটি। সে উপস্হিত সবাইকে
উদ্দেশ্য করে
বললো, ‘আজ রাতে আমি স্বপ্নে
দেখেছি, যিনি আমাকে কোরআন পাঠ
করার জন্য এক
টিন কেরোসিন কিনে দিয়েছিলেন
তিনি জান্নাতে উরতেছে।
Saturday, January 7, 2017
সম্পর্কিত আরও পড়ুন
মানুষ সবচেয়ে অসহায় হবে কখন জানেন কি...?মানুষ সবচেয়ে অস
“ইসলাম শান্তির ধর্ম”: কেন ও কীভাবে‘ইসলাম শান্তির ধ
নুপুরের দাম হাজার টাকা, কিন্তু তার স্থান পায়ে→ নুপুরের দাম হাজার টাকা, কিন্তু তার স্থানপায়ে ৷→টিপের দাম এক টাকা হলেও তার স্থানকপালে।→ইতিহাস সাক
হতাশ হবেননা,আল্লাহ সবকিছু জানেন! Don't Be Sad,Allah Knows Everythingএই পৃথীবিতে কখনও
করোনা ভাইরাস;আল্লামা বাবুনগরীর দিকনির্দেশনামূলক জুমার বয়ানকরোনা ভাইরাসের এই পরিস্থিতিতেগতকাল ২৭ মার্চ জুমার নামাযের পূর্বে দারুল উলুম হাটহাজারী মাদরাসার কেন্
হুজুরের যৌবনপ্রিয় পাঠক বন্ধু
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!