Sunday, March 19, 2017

মাতা পিতার মৃত্যুর পর কি করাবো?

মাতা-পিতার মৃত্যুর পর সন্তানেরা আত্মার মাগফেরাতের জন্য কিছু করে আল্লাহ্‌র সন্তুষ্টি লাভ করতে চান | বেশীর ভাগ ছেলে-মেয়ে না জেনে অনেক শরীয়ত বিরোধী কাজ তথা বিদআতের সাথে লিপ্ত হয় | অথচ সঠিক পদ্ধতি জানাটা আমাদের জন্য প্রয়োজন | এ বিষয়ে শরীয়ত কি বলে তা জানা সবার প্রয়োজন ||
হযরত আবু উসাইদ (রাযিঃ) বলেন, আমরা নবী (সাঃ) এর নিকট উপস্থিত ছিলাম | এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহ্‌র রাসূল (সাঃ)! মাতা-পিতার মৃত্যুর পর তাদের সাথে সদ্ব্যব্যবহার করার কোন অবকাশ আছে কি?? তিনি বললেন, হ্যাঁ | চারটি উপায় আছেঃ
(১) মাতা-পিতার জন্য দোয়া ও ইস্তেগফার করা,
(২) তাঁদের কৃত ওয়াদা এবং বৈধ অসিয়তসমূহ পালন করা,
(৩) তাঁদের বন্ধুদের সাথে সুন্দর আচরণ করা,
এবং
(৪) তাদের আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় এবং সুন্দর আচরণ করা ||
[আল্ আদাবুল মুফরাদ-হাদীস নং-৩৫]
দোয়া ও ইস্তেগফার করাঃ মাতা-পিতার জন্য দোয়া করার নিয়ম মহান আল্লাহ্ তায়ালা আমাদের শিখিয়ে দিয়েছেন,,
“রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানী ছাগিরা |” অর্থাৎ : হে আল্লাহ্‌! আমার পিতা-মাতার উপর রহম করো, যেমনি ভাবে তাঁরা ছোট বেলায় আমাদের উপর রহম করেছেন | [সুরা বনী ইসরাইল-২৪]
কাজেই প্রত্যেক সালাতের পর আমাদেরকে আল্লাহ্‌র শিখিয়ে দেয়া দোয়া করা প্রয়োজন | আল্লাহ্‌ পাক আমাদের কে আমল করার তাওফিক দান করুন,, আমীন ||

শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!