Saturday, March 18, 2017

আধুনিক ফেতনাবাজ আহলে হাদীসদের কুফরি ও ভ্রান্ত আক্বীদা সমূহ

১। মাওলানা বলা শিরক !
২। কালিমার সাথে মুহাম্মাদুর
রাসুলুল্লাহ বলা শিরক !
৩। মরহুম বলা শিরক !
৪। গাভীর পেশাব পাক !
৫। বীর্য পাক !
৬। দাড়ী রবীন্দ্রনাথের চিহ্ন !
৭। টুপি গান্ধীর পোষাক !
৮। পাগরী শিখদের পোষাক !
৯। টাই ইসলামীক পোষাক !
১০। ইব্রাহীম আঃ মুসলিম জাতির
পিতা নন !!
১১। অজু ছাড়া কোরআন স্পর্শ করা
যাবে !
১২। উমরী কাযা বলতে কিছু নেই !
১৩। তিন তালাকই এক তালাক !
১৪। আল্লাহ আরশে বসে আছেন।
১৫। সাহাবায়ি কিরামকে দলিল
মানা যাবেনা !
১৬। নবী করীম (সাঃ) ছাড়া কাউকে
ইমাম বলা যাবে না !
১৭। আহলে হাদিসই এক মাত্র
নাজাত প্রাপ্তদল!
১৮| আল্লাহকে হিন্দুদের দেব
দবিদের নামে ডাকা জায়েজ!
১৯| রাসুলুল্লাহ সঃ কে না মানলেও
জান্নাতে যাওয়ার গ্যারান্টি ১%!
২০| রামকৃষ্ণ আল্লাহ র নবী!
২১| ভেদ নামের চটি বই আল্লাহর
কিতাব!
২২| বিষু আল্লাহর নাম!
২৪| আল্লাহর ওলি আঊলিয়াদের
এবং হক্বানী আলেম দের অনুস্বেন
হারাম!
২৫| পিস টিভি একমাত্র মানবতার
সমাধান!
২৬| পায়খানা / পেসাব রত আবস্থায়
এবং কি নামাজ রত অবস্থায় যেই
আবস্থায় থাকুকনা কেন?সকল
অবস্থায় সালাম দেয়া ফরজ দিতেই
হবে!
২৭। টিস্যু বা ডিলা কুলুপ ব্যবহার করা যাবেনা
করলে এগুলোর সঙ্গে যিনা হবে ।
২৭। ইসলাহের জন্যে হক্বানী পীরের কাছে বাইয়াত
হওয়া শিরক ।
২৮। দাওয়াত ও তাবলিগ জামাতে যাওয়া বেদায়াত ।
২৯। কোন মসজিদের মিহরাব থাকতে পারবেনা ।
৩০। মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়া ফরজ ।
৩১। মহিলাদের মুখে পর্দা করা ফরজ নয়,মুখ খোলা রাখতে হবে ।
৩২। মসজিদে টিভি রাখা এবং দেখানো সম্পুর্ণ জায়েজ
৩৩। টাই আরবী শব্দ  টাইয়ের কথা কোরআনে আছে ।
৩৪। নবীজি সা.(নাউযুবিল্লাহ) উলঙ্গ হয়ে গোসল করতেন ।
৩৫। ইমাম আবু হানিফাসহ কোন বিজ্ঞ ফকিহর অনুসরণ করা বিদয়াত ।
৩৭। আলবানী ও ডাক্তার জাকির নায়েকের অনুসরণ করা ফরজ ।
৩৮। যে কোন জর্দা খাওয়া হারাম ।
৩৯। দূর থেকে দেখা যায় এতটুকু দাড়ি রাখলেই যথেষ্ট হবে । দাড়ি কাটালে কোন গোনাহ হয়না ।
৪০। ইসলামে মুসলিমদের কোন নির্দিষ্ট পোশাক নেই ।
সব পোশাকই ইসলামী ।
এছাড়াও আরো শতাধিক সরাসরি কোরআন হাদিস বিরোধী আক্বিদা যারা পোষন করে তারাও নাকি আবার আহলে হাদিস  ?

এইসব লা মাযহাবী আহলে হাদীসদের  ব্যাপারে আজ থেকে দেড়হাজার বছর আগে রাসূল
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
এর সতর্কবানী!
রাসুল (সা) এরশাদ করেন-----
"শেষ যুগে আমার উম্মতের
কিছু মানুষ তোমাদেরকে এমন সব
হাদীস বলবে যা তোমরা বা
তোমাদের পিতা-মাতাগন কখনো
শুনেনি। খবরদার! তোমরা তাদের থেকে সাবধান থাকবে
তাদের থেকে দুরে থাকবে।
(আস সহিহুলমুসলিম ১/১২)


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!