Monday, April 10, 2017

দাওয়াত ও তাবলীগ কাদের জন্য?

কোনো দেশ, কোনো অঞ্চল বা কোনো গোষ্ঠীবিশেষের জন্য ইসলাম ধর্ম প্রেরিত হয়নি | ইসলাম সমগ্র বিশ্বের সব যুগের সব মানুষের ধর্ম | তাই দুনিয়াবাসীর জন্য ইসলামই হলো একমাত্র অনুসরণীয় ও অনুকরণীয় আদর্শ ||

পথভ্রষ্ট মানবজাতিকে পথের দিশা দিতে যুগে যুগে আল্লাহ্‌র মনোনীত ১ লাখ মতান্তরে ২ লাখ ২৪ হাজার নবী ও রাসূল দাওয়াত ও তাবলিগের দায়িত্ব পুঙ্খানু পুঙ্খরূপে পালন করে গেছেন | হজরত আদম (আঃ) থেকে শুরু করে সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ (সাঃ) এর আগমন ও ওফাতের মাধ্যমে এ ধারার সমাপ্তি ঘটে ||

হুজুরে পাক (সাঃ) এর পর থেকে এ দায়িত্ব খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে-তাবেইন, সলফে সালেহিন এবং আলেমরা পালন করছেন ||

১৯৪১ সালে দিল্লির মেওয়াতে মাওলানা ইলিয়াস (রহঃ) তাদেরই পদাঙ্কা অনুসরণ করে দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করেন | এর সম্প্রসারিত রূপ আজকের টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ||

মানুষের মুক্তি ও কামিয়াবি হাসিলের উদ্দেশ্যে এক আল্লাহ্‌র প্রতি ঈমান আনা এবং আমলে সালেহ (সৎ কাজ ও ভালো কাজ) করাই এ দাওয়াতের মুখ্য বিষয় ||

রাব্বে করীম আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুণ,, আমীন ||


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!