Saturday, May 27, 2017

সর্বশেষ মু'জিযা,আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার অসাধারণ এক উপহার হলো আল-ক্বোর'আন।

আমরা জানি রাসূলুল্লহ (সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম)কে দেওয়া final miracle(সর্বশেষ মু'জিযা) হচ্ছে আল-ক্বোর'আন।

মুসা (আঃ),ঈসা (আঃ) কিংবা সালেহ (আঃ) কে কি miracle দেওয়া হয়নি?

অবশ্যই দেওয়া হয়েছিল।

তাহলে অন্যান্য miracle থেকে ক্বোর'আন কেন অনেক বেশি স্পেশাল?

কারণ, অন্যান্য miracle গুলো একটা নির্দিষ্ট সময় ও স্থানের জন্য ছিল।
এবং তাদের মৃত্যুর পর তাদের miracle গুলো কিন্তু পরবর্তীকালে ঠিক আর miracle রইলোনা। the became stories.

আরেকটু ভেঙ্গে বললে,
মুসা (আঃ) তার লাঠিটিকে যখন সাপে পরিণত করেছিলেন, ঠিক সেইসময় যে মানুষটি উপস্থিত ছিলেন শুধু তিনিই বলতে পারবেন "জানো আমি নিজ চোঁখে কি দেখেছি?"
কিন্তু তার সন্তানেরা যখন ঘটনাটি শেয়ার করবে তখন তারা বলবে "জানো, তোমার দাদা কি দেখেছিল?"
তারপর "জানো, আমার বাবার দাদা কি দেখেছিলেন?"
এভাবে শুধুমাত্র প্রথমজন দেখলো miracle, আর বাকিরা শোনলো stories,,,,,
কেউ চাইলে তা বিশ্বাস করতে পারে,আবার নাও করতে পারে!তাইনা?

কিন্তু ক্বোর'আন হচ্ছে রাসূলুল্লহ (সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম) কে দেওয়া এমন একটি miracle(মু'জিযা) যা এখনো কার্যকর রয়েছে।
ক্বোর'আন যে আল্লাহ তা'আলার বাণী সেটার প্রুফ,বিশ্বাসযোগ্যতা ১৪০০ বছর আগে যেমন ছিল এখনো ঠিক তেমনি আছে।

স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তার রাসূল (সাঃ) কে বিজয় দান করেছেন।
যা অবশ্যই একটি বড় নিয়ামত।

এমন অনেক নবী আগে এসেছিলেন যারা দীর্ঘ ৯৫০ বছর পর্যন্ত কাজ করার পরেও খুব কম সংখ্যক লোককে সাথে পেয়েছেন।
আর তাদেরও শেষমেশ পালিয়ে যেতে হয়েছিল।
অতঃপর অবিশ্বাসীরা ধ্বংস হয়ে গেছিল।

এবার রাসূল (সাঃ) এর বিজয় নিয়ে কিছু বলি,
এই বিজয়ের সবচেয়ে বিষ্ময়কর দিক কোনটি জানেন?
রাসুল (সাঃ) দুনিয়াতে ছিলেন মাত্র ৬৩ বছর।
যার শুধুমাত্র  শেষ ২৩ বছর ছিল নবুওতির।

আরবদেশে ইসলামের প্রচারের জন্য যে পরিবর্তন সৃষ্টি হয়েছিল এবার সারা বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে গিয়েছিল তা এই ২৩ বছরেই।

আপনারা কি বলতে পারেন,
পৃথীবিতে এমন কোন পরিবর্তন এসেছিলো যা মাত্র ২৩-৪৩ কিংবা ৫০০ বছরে যা মানুষের জীবনকে আমূলে বদলে দিয়েছিল?

রাসূল (সাঃ) আনা এই পরিবর্তন এমন এক পরিবর্তন যা মানুষকে শিখিয়েছে-

*কিভাবে কথা বলতে হয়।

*ভালোবাসতে হবে।

* কি ঘৃণা করতে হবে।

*কিভাবে পোশাক পড়তে হবে।

*কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে।

*কিভাবে অর্থনীতি নির্ধারণ করতে হবে।

*বিবাহ কিভাবে হবে।

*তালাক কিভাবে নিতে হবে।

*কিভাবে বাথরুমে যেতে হবে।

*কি খাওয়া উচিৎ।

*কি খাওয়া উচিৎ নয়।

*কি বলা উচিৎ।

*কি বলা উচিৎ নয়।

*কিভাবে লেনদেন করতে হবে।

*কিভাবে ঋণ করতে হবে।

এসব সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে চলতে হবে।

হ্যাঁ, এই সবকিছু হয়েছিল মাত্র ২৩বছরে।

আপনারা নিশ্চয় বিশ্বের বিভিন্ন বিপ্লব নিয়ে ইতিহাসে পড়েছেন?

এগুলো সবই ছিল রাজনৈতিক অথবা অর্থনৈতিক।

মানুষের ব্যাবহার,food habit, fasion sense কোনটিই এর দ্বারা পরিবর্তিত হয়নি।
শুধু একটা specific change, that's it.

একজন ফিরোসাফার তার ফিরোসাফি এবং আইডিয়া শুধুমাত্র লিখে যান।লিখতেই থাকেন।
যুদ্ধ ময়দানে তার আর কাজ করা হয়না।
যেমনটা French revolution এর ক্ষেত্রে "রুশো"।
বিপ্লবের প্রায় শতবছর পূর্বেই তারা মারা গিয়েছিলেন।

কিন্তু রাসুলুল্লাহ (সাঃ) এর জীবনীতে আমরা দেখতে পাই,
যিনি আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন সেই তিনিই আবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।
আবার তিনি বিতাড়িত হয়েছেন নিজ গৃহ থেকে।
বাধ্য হয়েছেন গোহায় আশ্রয় নিতে।
ব্যাপারটা এমন নয় যে,
তিনি স্টেজে দাঁড়িয়ে শুধুমাত্র একটা motivited speech দিয়ে দিলেন আর সবাইকে বললেন এবার সামনে অগ্রসর হও।
বরং তিনি নিজে সবার আগে এগিয়ে গিয়েছিলেন।তার পিছনে কেউ থাকুক বা নাই থাকুক।
ইতিহাসে এমনটি আর খুজে পাবেননা।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তার রাসূল কে দিয়েছিলেন অনন্য এক বিজয়।
আর তিনি ( রাসূল সাঃ) আমাদের জন্য রেখে গেছেন আল্লাহর তরফ থেকে পাওয়া অনন্য এক উপহার the final miracle আল-ক্বোর'আন।

তাই আসুন ক্বোর'আন বুঝে পড়ি এবং আমল করার চেষ্টা করি।
আল্লাহ তা'আলা আমাদেরকে তাওফিক দান করুন।আমীন।


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!