Saturday, May 27, 2017

নষ্ট করার মত সময় আমাদের হাতে নেই!

এই পোস্টটি আমাদের তরুণ সমাজের জন্যঃ

আপনার আমার হাতে সময় নষ্ট করার মত অলস সময় নেই!

আমরা এই উম্মাহর সদস্য!

এই উম্মাহর সব সদস্য, বিশেষভাবে যারা তরুণ তারা উম্মাহর উন্নততর সমাজ গঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি!!
মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছি!!!

আমাদের হাতে কোন অলস সময় নেই!!!

৮ ঘণ্টাধরে ভিডিও গেম খেলে সময় নষ্ট করার মত সময় আমাদের হাতে নেই!

আমাদের হাতে সময় নেই গ্রেন্ড থেফট অটো কিংবা মডার্ন ওয়্যার খেলে সময় নষ্ট করার!

আমাদের হাতে সময় সময় নেই!!!

এমনকি নতুন যে মুভি আসছে সেটার জন্যও কিন্তু আমাদের হাতে সময় নেই!

সুপারম্যানের জন্য নষ্ট করার মত সময়ও হাতে নেই আমাদের!

আমাদেরকে আরোও অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হবে!

আমরা এই প্রজন্মের একজন তরুণ,
নিজের জন্য হলেও আমাদের একটা উন্নতম স্ট্যান্ডার্ড নির্ধারণ করতে হবে!!!

এজন্য না যে, বড়রা কিংবা ইসলামিক স্কলাররা বা অন্য কেউ বলার কারনে আমাদের এটা করতে হবে!!!

আমাদের আত্মউপলব্ধি থেকেই এটা আমাদের করতে হবে!!!

আমাদের যে বিশ্বাস-"লা ইলাহা ইল্লাল্লাহ". সেটাই আমাদের এটা করতে বলা উচিৎ!!!

এই বিশ্বাস আপনাকে আমাকে কর্মশীল হওয়ার জন্যও তাগিদ দেওয়া উচিৎ!

এই যে আমাদের চারপাশে দুর্নীতি, যুবসমাজ আল্লাহর পথ থেকে দূরে সরে যাচ্ছে!

আমরা কি মনে করি?
কে তাদের দাওয়াত দিবে?
আমি? না!

এইসব যুবসমাজ যারা মসজিদে আসেনা,
কোন হালকায়ও আসেনা,
আমাদের কাছে পৌছার কোন পথ তাদের খুলা নেই!

বরং আমরাই তাদের কাছে দাওয়াত দিতে যেতে হবে! তারা আমাদের ভাই,বন্ধু!!
তারা আমাদের চারপাশেই চলাফেরা করে!

আমাদেরকেই তাদের কাছে যেতে হবে!
দাওয়াত দিতে হবে!
তাদের প্রেরণার উৎস যোগাতে হবে!

আমাদের এটা নিশ্চিত হতে হবে যে,
আমাদের আসেপাশের বন্ধুদের নিয়ে আমরা চিন্তা করি!

সবসময় তাদের বিরুদ্ধে এই অভিযোগ না করি,
"তারা সবসময় মুভি দেখে, বাজে আড্ডা দেয়, নামায পড়েনা" ইত্যাদি ইত্যাদি!

আমরা কি তাকে কখনো উপদেশ দিয়েছি?

কখনো কি তাকে এইসব বাজে আড্ডা,মুভি ইত্যাদির বদলে ভালো কিছু করার উপদেশ দিয়েছি?

আমরা কি ভালো কোন কাজের উৎসাহ প্রদানকারী হতে পেরেছি?

আমাদের জানা উচিৎ যে,
এটাই আমাদের করতে হবে!!!

আল্লাহ তা'আলা আমাদের তরুণদেরকে এই প্রজন্মের নেতা করে দিন,
এবং তাদের অনুকরণীয় আদর্শ করে দিন!
সেসব লোকদের জন্য যারা আল্লাহর পথ থেকে দূরে সরে গেছে, যাতে তারা আবার আল্লাহর পথে ফিরে আসতে পারে!
আল্লাহ তা'আলা আমাদের দ্বীনের উত্তম উদাহরণ করে দিন!

যাতে অমুসলিমরা আমাদের দেখেই বলে,
"আমি মুসলিম হতে চাই! আমি ঐ লোকের মত হতে চাই!"

আমাদের ঐরকম হতে হবে!

এটাই চরিত্র যেটা আমাদের দেখানো উচিৎ!
আমাদের সততা! আমাদের একাগ্রতা! যেভাবে আমরা চলাফেরা করি! যেভাবে অন্যকে সম্মান করি!
শুধুমাত্র এসব দেখেই তারা যেন বলে-
" এই মুসলিমদের মধ্যে আলাদা কিছু আছে! আমরা মুসলিম হতে চাই!"

আমাদের এটাই  করতে হবে!!!

আমরা কেন এটা চিন্তা করি যে,
অমুসলিমদের একটা লিফলেট, ওয়েবসাইট এর ঠিকানা কিংবা একটা ভিডিও দেখিয়ে দিলে দাওয়াত হয়ে গেল!!

একজন মুসলিমের চরিত্রই হলো ইসলামের দিকে সঠিক দাওয়াত!

কোন কথা বলা ছাড়াই আমরা দাওয়াত দিতে পারি!

বিশেষ করে অমুসলিমরা আমাদের  পর্যবেক্ষণ করে,
তারা আমাদের কার্যকলাপ দেখে এটা বলবেনা যে, "ইসলাম খুবই ভালো,কিন্তু মুসলিমরা ঠিকভাবে সেটি মানছে না!"
তারা এটা কখনওই চিন্তা করবেনা!

তারা চিন্তা করবে,
"ইসলাম খুবই খারাপ!
কারণ তারা আমাদের যেটা করতে দেখবে সেটাকেই মনে করবে "ইসলাম"।

তারমানে আমরা যা কিছুই করিনা কেন,
আমরাই হচ্ছি ইসলামের প্রতিনিধি!

কিয়ামতের দিন আল্লাহ সুবহা নাহু ওয়া তা'আলা আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন-
"এগুলোই কি সেসব কাজ, যারা ইসলামের পথে এসেছিল তাদের দেখিয়েছো? তোমার কারণেই কি তারা ইসলামের দিকে আসলো? নাকি তোমার কারণেই তারা আরোও দূরে সরে সরে গেল?"

সুবহানআল্লাহ! আমাদের কাধে গুরুদায়িত্ব!

আল্লাহ আমাদেরকে এই দায়িত্ব নেওয়ার এবং উম্মাহর একজন দায়িত্বশীল সদস্য হওয়ার তাওফিক দান করুন।আমীন।


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!