Tuesday, May 30, 2017

বাঁচাও দ্বীন কবি: মুহিব খান

মিলাদ কিয়াম তর্ক বাহাস
চলছে ভীষণ চতুর্দিক
'হাজির নাজির' বাদ দিলে ভাই
দাঁড়িয়ে বসে সবাই ঠিক।
বাংলাদেশের ঘরে ঘরে
হাজার বছর মিলাদ হয়
'ইয়া নবী সালাম আলাইকা'
এদেশ মাটির ভিন্ন নয়।
নবীর আবির্ভাবের দিনে
আনন্দে থাক সবার মন
মিছিল করে কিংবা ঘরে
দরুদ সালাম হোক যাপন।
কেউ এখানে কাফের তো নয়
বুঝের ফারাক একটু হায়!
কেউ জবানে শ্লোগান তোলে
কেউ হ্রিদয়ে দরুদ গায়।
নূর না মাটি! এই কথাটির
দ্বন্দ বৃথাই কী দরকার!
নবীর দলের আমরা সবাই
যে যার মতোন প্রেমিক তাঁর।
নবীর প্রেমিক সবাই যদি
এক থাকি আর মিলাই সুর
নবীর আসল দুশমনেরা
লেজ গুটিয়ে হবেই দূর।
সুন্নী কী আর ওয়াহাবী কী
আমরা সবাই মুসলমান
আমরা লড়ি, হাততালি দেয়
বিধর্মী আর নাফরমান।
পাগড়ী সাদা সবুজ কালো
যে যার খুশি পড়লে হয়
জোব্বা না হয় কুর্তা পড়ি
সুন্না থেকে বাইরে নয়।
দোয়াল্লীন আর যোয়াল্লীনের
ঝগড়া তো ভাই হাস্যকর
সতর যে ভাই যাচ্ছে খুলে,
নেই কারও হায় সেই খবর।
কত্তো আরও বিষয় আছে,
শক্তি সেথায় খরচ হোক
শক্তি দিয়ে মারছো যারে
সেও তোমাদের নিজের লোক।
শিরিক কুফুর বাদ দিলে ভাই
সব তরীকার লক্ষ্য এক
জেদ গোঁড়ামি ছেড়েই দেখো
সবাই ভালো, সবাই নেক।
তোমরা তাদের 'জারজ' বল
তারাও শোনায় খারাপ গাল
মানুষ বলে, কেউ খাঁটি নয়
মৌলবীরা সবাই জাল।
দেশজুড়ে আজ দুশমনেরা
দ্বীনের শিকড় কাটছে হায়!
তোমরা নিজের অস্ত্র দিয়ে
করছো জখম নিজের গায়!
দ্বন্দ ভুলে হ্রিদয় খুলে
মুহব্বতের বাজাও বীণ
আল্লাহ-নবীর সৈনিকেরা
এক হয়ে যাও, বাঁচাও দ্বীন।

শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!