Sunday, July 9, 2017

পীর মুরিদি মানেই হারাম এটা বলার আগে কুরআনের এই আয়াতকে মিথ্যা বলতে হয় (নাউযুবিল্লাহ)

পীর মুরিদি বিষয়টি আলোচনা করা এখন খুব সংবেদনশীল হয়ে গেছে ।ধোকাবাজ ও ব্যবসায়ি পীরের কারনে ইমেজটা এতটা জঘন্য যে পীর বলতেই অনেকে মনে করে ব্যবসায়ি, কবর পূজারি শিরিকি ইত্যাদি । বড় আলোচনা করব না ,সাফ সাফ কথা হল কেউ যদি আল্লাহ ও রাসূলের পথ দেখায় বিনিময় ছাড়া তবে এই শিক্ষককে আপনি কোন যুক্তিতেই নাজায়েয বলতে পারেননা । হ্যা কেউ যদি কোরআন হাদীস বিরোধি আদেশ দেয় তাহলে সেটা মানাও নাজায়েয এবং ঐপীর শয়তান । এই সহজ ফয়সালা হল পীর মুরিদীর । অথচ কিছু বলদ আছে অনলাইনে বিশাল গ্রুপ খুলছে যার নামটাই ধোকাবাজি আর রটায় যে পীর মানেই নাকি শয়তান হারাম ইত্যাদি (নাউযুবিল্লাহ) । যারা পীর মানেই হারাম বলেন তাদের মান্যবর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ পীর জায়েয বলে বক্তব্য দিয়েছিলেন । দেখুন https://www.youtube.com/watch?v=lmbLUv2ODLI
আগেত মাদ্রাসার মত অবস্থা ছিল না দারুল আরকাম হবার আগে । তখনত নবী সা মসজিদে কুবাতে সাহাবি রা দের ইসলাম শিখাতেন । আর এইভাবে হাতে কলমে শিক্ষা প্রদানটিই ক্রমে আজ শাহজালাল রহ শাহ ,পরান রহ এবং মুইনুদ্দিন চিশতী রহ , খান জাহান আলী রহ এর মাধ্যমে এই উপমহাদেশে আসে পীর মুরিদির মাধ্যম । তাহলে কোন যুক্তিতে আপনি পীর মুরিদি মানেই হারাম বলেন ?? কিছু ধোকাবাজ পীরের বদ আমলের কারনে গোটা পীর মুরিদি হারাম বলেত তাহলে সব হুজুর আর সব মাকেই খারাপ বলবেন কিছু হুজুরের বদ আমলের জন্যে ?? এই জঙ্গী আহলে হাদীস সালাফিদের কমন সেন্সও নাই । আল্লাহ বলেন
'' আর যারা আল্লাহ্ তার রসূল এবং বিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাই আল্লাহর দল এবং তারাই বিজয়ী।
(সুরা মায়েদাঃ ৫৬)
এখানে পরিস্কার বলে দেয়া আছে যে কোরআন ও হাদীসের পাশাপাশি নেক কারগনের সাথে থেকে আল্লাহকে পাবার চেস্টা করা । তাহলে পীর মুরিদি মানেই হারাম এটা বলার আগে কুরআনের এই আয়াতকে মিথ্যা বলতে হয় (নাউযুবিল্লাহ) । তাই পরিস্কার কথা যদি আল্লাহ ও রাসূলের পথ দেখায় বিনিময় ছাড়া তবে এই পীর রহমত ও হেদায়াতের ওসীলা হতে পারে । আর যদি পীর পূজারি হয় ব্যবসায়ি হয় তাহলেত অবশ্যই ঐ পীর শয়তান।
এখন অনেকেই বলবেন আমি কার মুরিদ ?? আমি কারোরই মুরিদ না । বাট প্রয়োজনে অবশ্যই মুরিদ হবো যেহেতু কোরআনেই অনুমতি আছে!
Frn- Farhan Ahnaf

শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!