Tuesday, July 11, 2017

সাতটি অভ্যাস মানুষকে লাঞ্চিত করে থাকে, লজ্জিত করে থাকে। আল্লামা জালালুদ্দিন সুয়ূতী রহ.

তিনি বলেন:
(১) বিনা দাওয়াতে কোথাও গিয়ে উপস্থিত হওয়া।
(২) কোন মজলিসে নিজের পদ মর্যাদার চেয়ে বড় আসনে গিয়ে বসা।
(৩) মেহমান হয়ে মেজমানের উপর কথায় কথায় হুকুম চালানো।
(৪) অন্যদের কথা-বার্তার মধ্যে অনাহুতভাবে কিছু বলার চেষ্টা করা ।
(৫) শ্রোতাদের বিরক্তি অনুভূত হওয়ার পরেও বলার চেষ্টা করা।
(৬) ইতর লোকের সঙ্গে বন্ধুত্ব করা।
(৭) কঠিন হৃদয় লোভী প্রকৃতির ধনীর নিকট সাহায্য প্রার্থনা করা।
"আল্লাহ তায়ালা আমাদেরকে এ সকল বদ অভ্যাস থেকে বিরত থাকার তাওফীক দান করুন।

শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!