Wednesday, November 16, 2016

এবার মার্চের কবি আল্লামা আহম্মাদ শফী


এই অগ্নিঝড়া মার্চে,
লেখা হবে আরো একটি অগ্নিঝড়া
কাব্য।
কে রুখবে কবির কলম?
____কার আছে দেখি সাধ্য।
.
এ কবি নয় ঘুমন্ত! নহে রাজনীতির!
এ কবি মাজলুমানের,এ কবি নিস্কৃতির।
এ কবি নয় শুধু একটি দেশের,
এ কবি আতঙ্ক সমগ্র জালিমের।
.
এ কবি নির্ভীক,এ কবি সত্যের
সিপাহ্সালার,
এ কবির কাব্য,ন্যায্য অধিকার
প্রতিষ্ঠার।
.
এ যে দুর্ধর্ষ কবি,কলমে মেখেছে বিষ,
এ কবি স্রষ্টাকে ছাড়া,কাহারে
করেনা কুর্ণিশ।
.
এ কবি দূর্গম কাটাবহুল পথ_
অতিক্রম করে লিখবেই তার কাব্য!
কে আছে দেখি রুখে,কার আছে দেখি
সাধ্য?
.
এবার নয় সোহরাওয়ার্দী উদ্যানে!
লেখা হবে-
সেই ঐতিহাসিক শাপলার বৃহত্তর বৃত্তে,
নয় কলমের আখি জলে!লেখা হবে..
______তৌহিদী জনতার উতপ্ত রক্তে।
.
এবার সাত নয়!
সাড়ে ষোল কোটি উন্মত্ত বিদ্রোহী
শ্রোতা।
শেষ হয়না যেন প্রতীক্ষার প্রহর-
কখন শোনাবেন কবি,তার,অগ্নিঝড়
া কবিতা।
.
মাথায় উষ্ণীষ,বক্ষে কোরআন,উদ্যত
বীরের জাতি,
শোনা মাত্র কবির কাব্য,বীরদর্পে
দেবে ঝাঁপ,
লড়বে বক্ষপাতি।
.
ওদের খুনে,এই গগনে,
মূক্ত মনে উড়বে দ্বীনের হেলালী
নিশান,
ছিলো ইসলাম,রবে ইসলাম,
থাকবেনা শুধু ইসলামদ্রোহী বেঈমান।

শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!