ইতিহাস বিখ্যাত দশ মনীষী
---------------------------
১/ উরওয়াহ ইবনে যুবায়ের রহ.
যিনি নামাজে আল্লাহ ব্যতীত অন্য
কোন কিছুই দেখতেন না। নামাজরত
অবস্থায় তাঁর পায়ে অপারেশন করা হয়।
অথচ এতটাই মনযোগ ও ধ্যানের সাথে
তিনি নামাজ পড়ছিলেন যে,
সামান্যও ব্যথা অনুভব করেননি।
২/ ইউনুস ইবনে আবিদ রহ.
যিনি হাজার হাজার দিনার ও
দিরহাম ছেড়ে দেন একটি মাত্র
দিরহামের কারণে, যা ছিল সন্দেহযুক্ত।
৩/ মালিক বিন দিনার রহ.
যিনি স্বহস্তে কোরআনের প্রতিলিপি
তৈরী করতেন, অথচ এর বিনিময়ে কখনো
পারিশ্রমিক গ্রহণ করেননি।
৪/ আবু গিয়াস আল মাক্কি রহ.
যিনি রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া
অনেক মাল থেকে সামান্যও খরচ করতে
সম্মত হননি। ফলে কিছুদিনের মাঝেই
আল্লাহ চরম দারিদ্রাবস্থা থেকে
তাকে সচ্ছলতা দান করেন।
৫/ আতা বিন রাবাহ রহ.
যিনি সত্তর বার হজ্জ করেছেন। প্রায়
পঞ্চাশ বছর যাবত ফতোয়া প্রদান
করেছেন। অথচ একজন ব্যক্তিও তাঁর
ফায়সালা ও সীদ্ধান্তের বিরুদ্ধে
কোন অভিযোগ উত্থাপন করেনি।
৬/ ইমরান ইবনে হুসাইন রা.
যাকে আল্লাহ ত্রিশ বছর অসুস্থতা
দিয়ে পরীক্ষা করেছেন। অথচ এই দীর্ঘ
সময়ের মাঝে কারো নিকট তিনি
শেকায়েত করেননি। অসুস্থতার জন্য
কখনো হাহুতোশ করেননি। পূর্ণ সবরের
গুণের অধিকারী একজন মুমিন বান্দা।
৭/ ইবরাহিম ইবনে ইসহাক আলহারবি রহ.
যিনি স্বহস্তে ফিকাহ-হাদিস-তাফ
সিরের উপর বারো হাজার খণ্ডের
কিতাব লিখেছেন।
৮/ হুয়াইতিব ইবনে আব্দুল উযযা রা.
যিনি বদরের যুদ্ধে নিজ চোখে
দেখেছেন ফেরেশতারা চাবুক দিয়ে
মক্কার কাফেরদের প্রহার করছে।
৯/ সারিয়া ইবনে যাইনাম রহ.
যিনি হাজার হাজার ক্রোশ দূর থেকে
হযরত ওমরে ফারুক রা.এর আওয়াজ শুনতে
পান। যখন তিনি যুদ্ধের ময়দানে মুসলিম
বাহিনীর আমীর হিসেবে ছিলেন।
১০/ ইমাম আযম আবু হানিফা রহ.
যিনি কোরআন সুন্নাহর সমন্বয়ে এতো
সুন্দর, নিখুঁত ও জীবন ঘনিষ্ট ফেকাহ রচনা
করেছেন যার তুলনা অন্য কেউ উপস্থাপন
করতে পারেনি।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!