হযরত ছাত্রজীবন শেষে যখন, হযরত হুসাইন আহমাদ মাদানী (রহঃ) থেকে তরিকতের খিলাফত লাভ করেন, তখন তিনি একদম যুবক।
.
শায়েখ হুসাইন আহমাদ মাদানী (রহঃ)-এর একজন খাদিম শায়েখকে বলেন -
- "আপনি এত অল্প বয়সের যুবককে খিলাফত দান করছেন। সে কি পারবে এই জিম্মাদারী পূরণ করতে?"
.
তখন শায়েখ হুসাইন আহমাদ মাদানী (রহঃ) জবাব দিয়েছিলেন -
- "আমি দেখতে পাচ্ছি একদিন এই ছেলের পিছনে সমগ্র বাংলাদেশ চলবে।"
.
আল্লাহু আকবার! আজকে হযরত আল্লামা শফি হাফিযাহুল্লাহ এর বয়স ৯৭ বছর, প্রায় একশ এর কাছাকাছি হয়ে গেছে। আল্লাহ শায়েখ হুসাইন আহমাদ মাদানী (রহঃ)-এর সেই ভবিষ্যত বাণী সম্পর্কিত ধারণাটি অক্ষরে অক্ষরে পূরণ করেছেন।
.
আল্লামা শফি আজ বাংলাদেশের ঈমানদারদের এমন একজন ব্যাক্তিত্ব যার সমর্থনে রয়েছে -
.
👉১) হাজারও কওমী মাদ্রাসা।
👉২) লাখো মাদ্রাসার শিক্ষক, উস্তায ও ওলামায়ে কেরাম।
👉৩) কোটি কোটি তালিবে এলেম বা ছাত্র।
👉৪) কোটি কোটি তাঁদের পরিবারবর্গ।
👉৫) কোটি কোটি তওহীদি জনতার ভালবাসা।
.
আজ আল্লামা শফি হুজুর একবার ঈমানের দাবীতে ডাক দিলে পথে নেমে যায় লক্ষ কোটি জনতা। গড়ে ওঠে জনসমুদ্র। এটা আল্লাহ সুবহানাহুতায়ালার অসীম মহিমা যে, তিনি আমাদের মাথার ওপর এমন ছায়া দান করেছেন।
.
আমরা একাগ্রচিত্তে দুয়া করি আল্লাহ যেন এই ছায়া আমাদের মাথার ওপর বহাল রাখেন। তাঁকে আরও নেকহায়াত দান করেন। আমিন।।
Tuesday, March 21, 2017
সম্পর্কিত আরও পড়ুন
আল্লামা নূর হোছাইন কাসেমী হাফিঃ এর রমজান। জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামীম ও শায়খুল হাদীস আকাবের ও আসলাফের জীবন্ত প্রতিচ্ছবি আল্লামা কাসেমী
বিশ্ব তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস কান্ধলভী রহঃবংশ পরিচয় : নাম ইø
সৌদি আরবে বাংলাদেশি ৪ শীর্ষ আলেমের প্রামান্য চিত্র তৈরিসৌদি আরবের কিংসাউদ ইউনিভার্সিটির সাংস্কৃতিক মেলায় এবার স্থান পেয়েছে বাংলাদেশি ৪ শীর্ষ আলেমের প্রামা
সংক্ষিপ্ত পরিচিতি...... আল্লামা শাহ আহমদ শফী দাঃবাঃ আল্লামা শাহ আহমদ
উপমহাদেশের বর্তমান সময়ের উজ্জল দুই নক্ষত্র ধর্মিয় কিংবদন্ত
বিশ্বনবী মোহাম্মদ সাঃ এর ছাত্র জেনারেশন১.হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাঃউনার ছাত্র।২.হজরত আনাছ ইবনে মালেক রাঃ,উনার ছাত্র৩.ইমামে আযম আবু হান
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!