১। মহিলারা পুরুষের ইমামতী করতে পারবে। [মাসায়েলে গাইরে মুকাল্লিদীন-৩০৯, লেখক আবু বকর গাজিপুরী]
২। কাফের ব্যক্তির ইমামতিতে মুসলমানের নামায সহীহ হয়ে যাবে। এমনকি কাফের ব্যক্তি যদি বলেও আমি কাফের তবুও নামায হয়ে যাবে। [মাসায়েলে গাইরে মুকাল্লিদীন-৩৮২, লেখক আবু বকর গাজিপুরী]
৩।প্রচলিত কালিমা তাইয়্যিবাহ তথা [লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ] ভুল। {মাযহাবীদের গুপ্তধন-৩৩, লেখক-মুহাম্মদ নজরুল ইসলাম} নাউযুবিল্লাহ।
৪।পুরুষ মহিলা একি কাতারে নামাজ পড়লে কার নামাজ ফাসেদ হবে না। [ নুযলুল আবরার খন্ড ১ পৃষ্ঠা ৯৮] নাউযুবিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের লা মাযহাবি বিদআতিদের ভ্রান্তিমূলক আক্বিদা থেকে হেফাজত ফরমান। (আমিন ইয়া রব)
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!