Sunday, March 19, 2017

ছেলেকে দাড়ি রাখতে দেখে বাবা জিজ্ঞাসা বললেন, "এটা কোন স্ট্যাইল

ছেলেকে দাড়ি রাখতে দেখে বাবা জিজ্ঞাসা বললেন, "এটা কোন স্ট্যাইল (উনার ধারনা ছিল বর্তমানে ডিজুস কোন স্ট্যাইল ফলো করছে আমার ছেলে)??"
ছেলে বলল, "এটা ইসলামিক স্ট্যাইল !!!"
ছেলের কথা শুনে বাবার মুখ কালো হয়ে গেল | চিন্তুায় পড়ে গেল ছেলে আমার কি নষ্ট হয়ে গেল??
তারপর অনেক কাহিনী!! ছেলে গায়ে শার্ট, টি-শার্ট ছেড়ে পাঞ্জাবি উঠল, প্রিয় জিন্স প্যান্ট ছেড়ে পাজামা পড়ল!
পুরাতন বন্ধুদের ছেড়ে হুজুরদের সাথে আড্ডা দিচ্ছে বাবার ছেলে | বাবা চিন্তিত, নষ্ট হয়ে যাচ্ছে তার ছেলে !!! ছেলের উপর দিয়ে বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়!
হুজুরদের হাত থেকে ছেলেকে বাচাতে স্থান পরিবর্তন!! আরো কত কি!!
সময় অনেক গড়িয়ে গেছে ইতোমধ্যে!
ছেলেকে এখন শুনতে হয়, "তোমাকে নিয়ে তো সমাজে কোথায় চলাফেরা করা যায় না | ছেলে হিসেবে তোমাকে পরিচয় দিতে তো আমার লজ্জা হয়"!!
আরো অনেক কথা...
তবু ছেলের জন্য শান্তনা!! রাসূলুল্লাহ্ (সাঃ) ইরশাদ করেন, "এমন এক সময় আসবে যখন দ্বীনের উপর দৃঢ় থাকা হাতের মুঠোয় জলন্ত অঙ্গার ধরে রাখার নামান্তর হবে" [তিরমিযী]
আজ সমাজে পচন ধরেছে!! পচে গন্ধ বের হচ্ছে!! সেই গন্ধে প্রকৃত মুসলমানদের ঈমান নিয়ে টিকে থাকা দায় হয়ে পড়েছে!
[বিঃদ্রঃ- ছেলের পরিচয় জানতে না চাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে] ||

শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!