Saturday, April 1, 2017

মহিলাদের জন্য লিপষ্টিক ও নেল পলিশ।ব্যবহার করা।

চামড়ায় পানি প্রবেশ করতে বাঁধা প্রদান করে এমন কোন জিনিষ নামায ফরজ এমন ব্যক্তির জন্য ব্যবহার করা নাজায়েয ৷
অতএব মেয়েদের সুন্দর্য বৃদ্ধির জন্য মেহেদী ব্যবহার করা জায়েজ। কারন মেহেদী হাতকে রঙ্গিন করে ৷
কিন্তু চামড়ায় পানি প্রবেশ করতে বাঁধা দেয় না।
তবে লিপষ্টিক ও নেলপলিশ চামড়ায় পানি প্রবেশ করতে বাঁধা প্রদান করে বিধায় যেসব মহিলাদের উপর নামায ফরজ তাদের জন্য এসব জিনিষ ব্যবহার করা বৈধ নয়৷ তা থেকে বিরত থাকা আবশ্যক। আর যাদের উপর নামায ফরজ নয় যেমন অপ্রাপ্ত বয়স্ক মেয়ে ৷ বা পিড়িয়ড ইত্যাদির কারনে যে সময় নামায পড়া মেয়েদের উপর ফরজ নয় সেই সময় লিপষ্টিক, নেল পালিশ ব্যবহার করা বৈধ৷ তবে দু'টি শর্তে যথা:
১৷ পিড়িয়ড ইত্যাদির সময় শেষ হওয়ার আগে তা মুছে যাওয়ার নিশ্চয়তা থাকা ৷
২৷ এগুলোতে কোন প্রকার নাপাক বস্তু মিশ্রিত না থাকা৷
আর নামাযের বিষয়টির সম্পর্ক অযুর সাথে ৷ মেহেদী ব্যবহার করার কারনে অযু সহীহ হয়ে যায় ৷ তাই নামায সহীহ হবে ৷ কিন্তু লিপষ্টিক নিল পালিশ ব্যবহার করলে পানি চামড়ায় পৌছতে বাঁধা প্রদান করে বিধায় অযু না হওয়ার কারনে নামায সহীহ হবে না ৷

وانه يباح للنساء دون الرجال (خلاصة الفتاوى-4/377

أو لزق بأصل ظفره طين يابس أو رطب لم يجز (الفتاوى الهندية-1/2

والله اعلم بالصواب


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!