আহলে হাদীস ও সালাফি ভাইদের উর্দু কিতাব "সহীহ মুস্তানাদ ফাযায়েলে আমাল" অর্থাৎ "সহীহ ও প্রমাণযোগ্য ফাযায়েলে আমাল"।
.
যেই কিতাবটি তাবলীগের "ফাযায়েলে আমাল" এর বিরোধিতা করে লেখা হয়েছে। যেই কিতাবকে তারা বলেছেন "জঈফ থেকে সম্পূর্ণ পবিত্র", যেই কিতাবের ৫০ পৃষ্ঠায় লেখক বলেছেন যে -
"এটা অত্যান্ত গুরুত্বপূর্ণ কিতাব। সকল মাদ্রাসা, মসজিদ, বাড়ী-ঘরে এই কিতাব রাখা জরুরী। সেই কিতাবেও -
.
(পৃষ্ঠা নং - ৯৮, ১৩৮, ১৬১, ১৬৭, ১৭৬, ১৯২, ২৩৫, ৩২৯, ৩৬৭, ৪৩০, ৪৪৯, ৪৮৬, ৫০২, ৫৪৩, ৫৫৯, ৬৩২)
.
ইত্যাদি আরও বহু পৃষ্ঠায় জঈফ হাদীস বর্ণণা করেছেন।
.
এবার আপনারাই বিবেচনা করুন। যারা সহীহ বলে জঈফ হাদীস ঢুকিয়ে দিয়ে ধোঁকা দেয় তাদের কথা গ্রহনযোগ্য? নাকি সকল ওলামায়ে কেরাম ও মুহাদ্দীসিন দের কথা গ্রহনযোগ্য? আপনারা কি এই ভেজাল মেডিসিন খাবেন....??
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!