Saturday, July 8, 2017

কথিত আহলে হাদীসের সাথে পাঁচটি মুনাযারাঃ

(১) বিষয়ঃ হাদীসের সংজ্ঞা সম্পর্কে -
.
আহলে সুন্নাত আলেম, এক আহলে হাদীস আলেমকে বললেনঃ "আপনি হাদীসের সংজ্ঞা বলুন।"
- আহলে হাদীস আলেম বললেনঃ "রসূল (সঃ) এর কথা, কাজ ও সম্মতিকে হাদীস বলা হয়।"
.
- আহলে সুন্নাতঃ "আপনি কোরআনের এমন আয়াত কিংবা এমন কোন হাদীস পড়েন, যার অণুবাদ, আপনি যে সংজ্ঞা করেছেন, তার হুবুহু অণুরূপ।"
- তিনি বললেনঃ "এমন কোন আয়াত বা হাদীস নেই।"
.
- আহলে সুন্নাতঃ "তাহলে আপনি সংজ্ঞা কোথায় পেলেন?"
- আহলে হাদীসঃ "মুহাদ্দিসীন অণুরূপ বলেছেন।"
.
- আহলে সুন্নাতঃ "আপনি মুহাদ্দিসীনের তাকলীদ করেছেন। সুতরাং আপনি এমন একটি হাদীস বলেন, যাতে রসূল (সঃ) বলেছেন, ফুকাহের তাকলীদ শিরক। কিন্তু মুুাদ্দিসীনদের তাকলীদ শিরক নয়।"
- আহলে হাদীসঃ "এমন কোন হাদীস নেই।"
.
তখন আহলে সুন্নাত আলেম বললেনঃ "আপনাদের নিকট তাকলীদ শিরক। সুতরাং আপনি যেহেতু মুহাদ্দিসীনের তাকলীদ করেছেন। আপনিও শিরক করেছেন। এ শিরক থেকে আপনাকে তওবা করতে হবে এবং আপনার বিবাহ ও দোহরাতে হবে.....!!!

লা মাযহাবী, লা জওয়াব...............


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!