Monday, March 27, 2017

মাদ্রাসায় পড়লে কি লাভ ?

১/-দাড়িয়ে পেসাব করবে না।
২/-আপনার গায়ে হাত তুলবেনা।
৩/-নিজে নিজে প্রেম করে বিয়ে
করবেনা এবং আলাদা থাকবেনা।

৪/-আপনাকে বৃদ্ধ আশ্রমে দিয়ে
আসবেনা।
৫/-নেশা করে আপনাকে হত্যা
করবেনা।
৬/-নাস্তিক হবে না।

৭/-ইভটিজিং কারি হবে না।
৮/-খুনী/ ধর্ষন কারি হবে না।
৯/-আপনার টাকা খরচ করে নিয়া
হোটেলে রাত কাটাবেনা।

১০/-আপনাকে থানা- আদালতের
দ্বারে দ্বারে ঘুরতে হবেনা।
১১/-আপনি থাকবেন একা ভাংগা
ঘরেতে আর আপনার ছেলে
থাকবে অবৈধ টাকার তৈরী ২০ তলা
বাড়ীতে, আপনার কোন খোঁজ
খবর নিবেনা, এ রকম হবে না।

১১/- মাদ্রাসায় পড়ুয়া ছেলে-মেয়ে
আপনাকে খেদমত করার পাশাপাশি
আপনার জন্য দু-হাত তুলে
আল্লহ পাকের কাছে আপনার জন্য
দোয়া করবে।
১২/-আপনার কবর জেয়ারত করবে।

১৩/-আপনার ছেলে-মেয়ে যে আমল
করবে, সে যে সওয়াবের অধিকারী
হবে, আপনিও সে সওয়াবের
অধিকারী হবেন।
১৪/-আপনি আপনার ছেলে-মেয়ের
উছিলায় জান্নাত লাভ করতে পারেন।

সেই তৌফিক আমাদের যেনো হয়।
________আমিন…
(Hasan Bin Abdullah)


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!