Monday, May 29, 2017

এক তাবলীগ বিরোধির জবাব ও গ্রীক মুর্তি অপসারন

মাওলানা কাশেম নোমানি সাহেবকে কেউ(অভিযোগের শুরে) বলেছিলেন, হুজুর একমাত্র তাবলীগ জামাতরেই দেহি প্রস্রাব কইরা কুলুফ করে, পানি লয়না।
  হুজুর যা বললেন - দেখেন আপনি যেই লোকটারে দেখছেন কুলুপ নেওয়ার পর পানি না নিতে, সেই লোকটি ছিল বাসের হেল্পার, আগে বাস রাস্তায় দারালে সুযোগ পেলেই দাঁড়িয়ে প্রস্তাবটা কোনমতে সেরেই চেইনটা লাগাতে লাগাতেই দৌড় মারত। এখন সে তাবলীগে তিনদিন সময় লাগানোর পর বসেথেকে প্রস্রাব করে কুলুপ নিয়ে দাঁড়ায় এবং কুলুপ ফেলেদিয়েই দৌড়দেয়।
একটু সবুর করেন, পানিও লইব।

ভাই ও বোনেরা আমার,,
       হেফাজতে ইসলামের নেতৃত্বে শান্তিপুর্ন আন্দলনে সরকার যখন গ্রীক মুর্তি অপসারন করলেন তখন অনেকের গায়ে জ্বালা ধতায় আবোল তাবল স্টটাস পোস্ট করচছেন। যেমন - সরকারের রাজনৈতিক চাল, প্রতিটা ভারসিটিতে মুর্তি আছে তার জন্যত আন্দলন করছেন না,সংসদে জিবন্ত মুর্তি গুলোর জন্যত আন্দলন করছেননা, তাগুদের বিরুদ্ধেত আন্দলন করছেননা, ইত্যাদি ইত্যাদি।
    যাদের গায়ে জ্বালা ধরার কারনে আবোল তাবল বকছেন তাদেরকে বলছি, আপনাদের যেখানে জ্বালা ধরেছে সেখানকার হিংসা নামের কাটাটা তুলেফেলে সবর নামের মলমের প্রলেপ দিয়ে একটু অপেক্ষা করুন।
কুলুপ  যখন লইছে পানিও লইব - ইনশাল্লাহ।


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!