★তারাবীহ এর নামাজ নিয়ে অনেক সরলমানা মানুষের মনে বিভিন্ন রকমের সন্দেহ বিরাজমান।তাদের চিন্তা তারাবীহ এর নামাজ পড়বো কি করে নিয়ত, দোয়াই তো জানি না। আমাদের সমাজে লোকেরা এই বলে মানুষকে বিভ্রান্ত করে যে নিয়ত না জানলে নামাজ হবে না।এই দোয়াটি না জানলে নামাজ পড়া কি করে হবে।দোয়াটি হলো সোবহানাযীল মুলকি.....এই দোয়াটি নিয়ে বা এই টাইপের কিছু দোয়া পড়েন।আর এই দোয়া,নিয়ত পারে না বলে অনেকে তারাবীহ এর নামাজই পড়ে না।তাদের ভাবনা নিয়ত, দোয়া না জানলে নামাজ হবে কি করে।আরে ভাই এসব দোয়া লাগবে না আপনি দুই রাকআত করে নামাজ পড়বেন এতে এই প্রকৃতির কোন দোয়া লাগে না।আর দোয়া না জানলে শুধু এটুকুই বলবেন হে আল্লাহ কেবলা মুখী হয়ে আমি দুই রাকআত তারাবীহ এর নামাজ আদায় করছি হয়ে গেলো।আর এমনিতে যেমন ভাবে দুই রাকআত করে নামাজ পড়েন তেমন করে পড়লেই হবে।
★ কোন নিদিষ্ট দোয়া, নিয়ত বা সূরার প্রয়োজন নেই।আপনি যে সূরা পারেন তা দিয়ে পড়লেই হবে।তবে লক্ষ্য রাখবেন যাতে সূরাটি কম পক্ষে তিনটি আয়াতের হয়!!!
★রোজার নিয়ত অন্তর দ্বারা করলেই যথেষ্ট।আপনি পারলে করেন না পারলে যে আপনার রোজা হবে না এমনটা ভাববেন না দয়া করে!!!!
Friday, May 26, 2017
সম্পর্কিত আরও পড়ুন
রোযা ভঙ্গের কারণসমূহ যেসব কারণে কাযা ও কাফফারা উভয়টি জরুরীরমযানে রোযা রেখে
যার দ্বারা রোযার কোনো ক্ষতি হয় না। অথচ অনেকে এগুলোকে রোযাভঙ্গের কারণ মনে করে।যেসব কারণে রোযা ÷
রোযা রেখে ফরজ গোসল না করলে কি রোযা হবে না?প্রশ্ন:আসসালামু
যে সকল কারনে রোযা ভঙ্গ হয় কিন্তু কাফফারা ওয়াজিব হয় না কিন্তু কাযা ওয়াজিব হয়যখন সায়িম (রোযাদù
সওয়াবের নামে গোনাহ না কামাই! সেহরীর সময় মাইকে ডাকাডাকি ও গজল গাওয়ার হুকুম কী?প্রশ্ন:বর্তমানে
জেনে নিন কি কি কারনে কারনে রোজা নষ্ট হয়ঃ১. যৌন মিলন২. ইসতি
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!