আয় ছেলেরা আয় মেয়েরা নূরানীতে যায়,নূরানীতে নুরের ঝলক দেখতে মোরা পাই।
দাদী নাতনীকে নিয়ে নূরানী মাদ্রাসায় যাচ্ছে। পথিমধ্যে দাড়িয়েছে,
অন্যকোন বাচ্চা পেলে একসাথে দিয়ে দিবে।
.
সকাল বেলা।
বাতাসে ঝরা বা পাখিতে ঠোকরানো আমগুলো এসময় রাস্তা, মাটিতেই থাকে।
.
দাদী-নাতনীর সামনেও পড়ে ছিল তেমনই আধাপাকা আম।
দাদী আমটাকে দেখছিল।
নাতনী বলে উঠল, আমটা তুমি নিবে না। আমাদেরও খেতে দিবে না, তুমিও খাবে না।
.
দাদী বলে উঠল, তওবাহ! তওবাহ!
আমি কেন আম নিতে যাব?
নাতনী বলল, তাহলে তাকিয়ে আছ কেন?
আমি তো দাদু এমনিতেই তাকিয়ে আছি, কুড়ানোর জন্য না!
.
বাচ্চারা শূণ্য অন্তর নিয়ে জন্ম নেয়।
পরিবারে ভাল বিষয়গুলা আলোচনা করলে তা বাচ্চাদের শূণ্য অন্তরে স্থান করে নেয়।
বড় হলেও এর প্রভাব যাবেনা।
বিপরীতে বাজে বিষয় পরিবারে আলোচিত হলে,
বাজে অভ্যাসই তাদের চরিত্রে পরিস্ফুট হবে।
.
ঘরে হালাল-হারামের বিষয়গুলা বড়রা আলোচনা করলে,
বাচ্চারা ছোটকালেই তা আয়ত্ব করে নিবে।
.
সুন্দর বিষয় পরস্পর আলোচনা করুন। পরিবার গঠনের এটা সেরা সময়।
সন্তান বড় হলে তাদের নিয়ন্ত্রণ তেমন কঠিন হবে না।
ইন শা আল্লাহ!!!!
আপনার সন্তান কে সু-শিক্ষায় শিক্ষিত করতে আজই নূরানী মাদ্রাসায় পাঠান।
শিশুর প্রাথমিক শিক্ষা যেন আল্লাহর কালাম হয় সেটা মাথায় রাখবেন।
একটি নূরানী মাদ্রাসায় আপনার শিশু শিক্ষা পাবে
সকাল থেকে রাত পর্যন্ত দৈনন্দিন সব দোয়া ও আমল সমূহ!!
সুন্দর সহীহ ভাবে কোরআন শরীফ তেলাওয়াতের সবক!!
হাদীসের অর্থ সহ হাদীস শিক্ষা,
তাও আবার মুকস্ত।
আদব শিক্ষা দেওয়া হয়, যা অন্য কোথাও পাবেন না।
বসার আদব থেকে নিয়ে খাওয়ার,পডার ও পরিবারিক সব কিছু।
বাংলা, ইংরেজী ও গনিত শিক্ষা দেওয়া হয় সুন্দর হস্ত লেখার মধ্য দিয়ে।
একজন নুরানী পডুয়া শিশুর লেখা আর অন্য এক শিশুর লেখা আকাশ পাতাল পার্থক্য থাকবে।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!