মাথায় পাগড়ি বাঁধা সুন্নত। হাদিসে এসেছে নামাজের সময় পাগড়ি বাঁধলে সত্তরগুন বেশি সওয়াব পাওয়া যায। বস্তুত পাগড়ি সুন্নত পোশাকের অন্তর্ভুক্ত। হজরত রাসূলুল্লাহ সা. সাধারণত যেসব পোশাক ব্যবহার করতেন পাগড়িও তার অন্তর্ভুক্ত ছিল।
এখনও অনেককেই নামাজের সময় বা সবসময় পাগড়ি পরতে দেখা যায়। কিন্তু অনেকেই পাগড়ি ঠিকমতো বাঁধতে পারেন না। কেউ শুধু একটি প্যাচ দিয়ে রাখেন মাথায় যা কিছুক্ষণ পর খুলে যায়। তবে পাগড়ি বাঁধার জন্য একটি নিয়ম আছে যা অনুসরণ করলে কখনোই এই বিরম্বনায় পড়তে হবে না।
সঙ্গীত শিল্পী আবু রায়হান একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছেন পাগড়ি কিভাবে বাঁধতে হয় এবং সেটা কিভাবে মাথায় মজবুত হয়ে গেঁথে থাকে। আসুন ভিডিওটি দেখে পাগড়ি বাঁধা শিখে নেই।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!