Monday, September 11, 2017

বাংলাদেশে শরণার্থী হয়ে আসা রোহিঙ্গাদের সহায়তা করতে তুরস্ক প্রস্তুত

বাংলাদেশে শরণার্থী হয়ে আসা রোহিঙ্গাদের সহায়তা করতে তুরস্ক প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার কাজাখস্তানের রাজধানী আস্তানায় ইসলামী রাষ্ট্রগুলোর শীর্ষ সংগঠন ওআইসির প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে তিনি একথা জানান।

এরদোগান বলেন, মিয়ানমারের রাখাইনে আমাদের মুসলিম ভাইদের অমানবিক নির্যাতন করা হচ্ছে,বাড়িঘর ছেড়ে তাদের চলে যেতে বাধ্য করা হচ্ছে।তাদের প্রতি এ আচরণ আমাদের সম্মিলিতভাবে বন্ধ করতে হবে। এই নির্যাতন বন্ধ করতে তিনি মিয়ানমার ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, নির্যাতনের শিকার হয়ে যেসব মুসলিম শরণার্থী বাংলাদেশে আসছেন,তাদেরও মানবিক সহায়তা প্রয়োজন। এ নিয়ে আমরা বাংলাদেশকে জানিয়েছি।

তিনি আরও বলেন, মিয়ানমারের এ নির্যাতন বন্ধ করতে মুসলিম দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমাদের সবার একত্রে কাজ করতে হবে। সূত্র: যুগান্তর


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!