আপনি দেখুন, ইসলামের প্রতিটি বিধানের মাঝে ভারসাম্য আছে। প্রতিটি বিধানের ক্ষেত্রে ইসলাম দুটি বিপরীত প্রান্ত লক্ষ্য রেখেই ফরমান জারি করে থাকে।
ইসলাম এমন কোনো ধর্ম নয় যে, তা পালন করতে হলে আপনাকে পরিবার থেকে পালিয়ে যেতে হবে।
ইসলাম এমন কোনো ধর্ম নয় যে, তার বিধান পালন করতে হলে আপনাকে স্রেফ নির্দিষ্ট জায়গাতে গিয়েই প্রার্থনায় বসতে হবে।
হ্যাঁ, আপনি চাইলে আপনার পরিবারের মাঝে অবস্থান করেও নামায আদায়, কুরআন তিলাওয়াত, রোযা পালন, যাকাত প্রদান তথা প্রাত্যহিক ইবাদতগুলো সুন্দরভাবে আদায় করতে পারবেন। বিশেষত এই উদ্ভূত পরিস্থিতিতে মসজিদের আমলগুলো ঘরে পালন করলে আপনার সাওয়াবে বিন্দু পরিমাণ কমতি হবে না।
..
এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আল্লাহ আমাকে এমন পাঁচটি বিশেষ নিআমত দান করেছেন, যা ইতোপূর্বে অন্য কোনো নবি-রাসূলকে দান করেননি।”
তন্মধ্য হতে একটি হলো,
وَجُعِلَتْ لِي الْأَرْضُ مَسْجِدًا
“পুরো জমিন আমার জন্যে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে।” [বুখারি শরিফ]
আমরা জানি, মক্কার আল মাসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে নামায আদায়ের বিশাল সাওয়াব রয়েছে। তারপরও পুণ্যভূমি মক্কা-মদিনার অলি-গলিতে আপনি অজস্র ছোট ছোট মসজিদ দেখতে পাবেন।
আপনি শুনলে হয়তো অবাক হবেন, খোদ মদিনা নগরীতেই এমন ২৫টি মসজিদ রয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়েছেন। এর বাইরে আরো ৫টি মসজিদ রয়েছে, যেখানে সাহাবায়ে কেরাম রাদি. নামায পড়েছেন, বলে ইতিহাসে পাওয়া যায়। অথচ তখনকার যুগে মদিনা মুনাওয়ারা আজকের মতো ঘন বসতিপূর্ণ ছিল না।
..
কাজেই আসুন, লকডাউনের এই উদ্ভূত পরিস্থিতিতে আমরা আমাদের ঘরগুলোকে মসজিদে পরিণত করি। প্রতিটি ঘর হোক একেকটি মসজিদ। ঘরের প্রত্যেক পরিণত ব্যক্তি হয়ে ওঠুন পাঁচ ওয়াক্তের যোগ্য ইমাম।
আপনার ঘর হবে আপনার মসজিদ। আপনি হবেন সেই মসজিদের ইমাম। আল্লাহু আকবার। কত বড় নিআমত।
.
পরিবারের সদস্যদের নিয়ে জামাতে নামায পড়ুন। দেখবেন, আল্লাহ আপনার ঘরকে জান্নাত বানিয়ে দিয়েছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
يَا بِلَالُ! أَقِمِ الصّلَاةَ، وَأَرِحْنَا بِهَا.
“হে বিলাল, সালাতের ব্যবস্থা করে আমাকে শান্তি দাও”। [সুনানে আবু দাউদ, হাদিস ৪৯৮৫]
.
আল্লাহ আমাদের ঘরগুলোকে মসজিদ বানিয়ে দিন।
প্রতিটি ঘর থেকে ভেসে আসুক কুরআন তিলাওয়াতের সমধুর সুর।
আমাদের সবার অংশগ্রহণমূলক তাওবা-ইসতিগফারের বারিধারায় ধুয়ে যাক পৃথিবীর সকল পঙ্কিলতা।
বনু আদমের জন্যে পৃথিবীটা আরেকবার বাসযোগ্য হয়ে ওঠুক।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!