Tuesday, July 11, 2017

বিশ্বজুড়ে দেওবন্দীদের একটি নিরব আন্দোলনের নাম হলো -- দাওয়াত ও তাবলীগ ৷

যার সূচনা করেন শায়খুল হাদীস আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দী রহঃ এর খাস শাগরিত এবং আল্লামা রশীদ আহমদ গাঙ্গলী রহঃ এর সুযোগ্য খলিফা আল্লামা ইলিয়াছ (রহঃ) ৷

উলামায়ে দেওবন্দের এই মেহনতকে
মহান আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন ৷ যার কারনে ২৬০ টিরও অধিক দেশে এই মেহনতের কাজ চলিতেছে ৷

প্রতিদিন বিশ্বের বিভিন্ন স্হান থেকে
কয়েক লক্ষ জামাত পৃথিবীর আনাচে - কানাচে পৌছিয়ে দিতেছেন ইসলামের শাশ্বত বানী ৷

সর্বস্তরের সকল শ্রেনী-পেশার মানুষের
কাছে হাজির হচ্ছেন দ্বীনের দাওয়াত নিয়ে ৷ যার ফলে দ্বীনের দাওয়াত পেয়ে ইসলামের সু-শীতল ছায়া তলে ফিরে এসেছেন অনেক অমুসলিম ৷

দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা এভাবে দেশ-বিদেশে দ্বীনের দাওয়াত দিচ্ছে এবং ঝাঁকে ঝাঁকে অমুসলিমেরা ইসলাম গ্রহন করছে ৷

--- আলহামদুলিল্লাহ ৷

আল্লাহ তায়ালা আমাদেরকেও দ্বীনের খাঁটি দাঈ হিসাবে কবুল করেন ৷

            আমীন ৷


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!