মূসা (আঃ)কে অশ্লিল কাজে লিপ্ত হওয়ার অপবাদ দেওয়ার জন্যে কারুন একটি মহিলা কে নিযুক্ত করলো। কিন্তু মহিলা যখন মূসা (আঃ) এর সমাবেশে আসলো তখন তার মুখ দ্বারা মুসা (আঃ) এর চরিত্রে অপবাদ দেওয়ার হিম্মত হল না। বরং সে অকপটে সত্য কথা বলে দিলো।
কারূন আমাকে টাকা দিয়ে ভাড়া করেছে যেন আমি মুসা (আঃ)চরিত্র সম্পর্কে মিথ্যা অপবাদ দেই। আসলে মুসা (আঃ) এ ব্যপারে স্বচ্ছ ও পবিত্র। তার সঙ্গে আমার কনো অবৈধ সম্পর্ক নাই।
কারূনের এই ষড়যন্ত্রে মূসা (আঃ) ক্রোধান্বিত হয়ে ভূ-পৃষ্ঠকে বললেনঃ
يا ارض خذيه
হে ভূ-পৃষ্ঠকে এই কারূন কে গিলে ফেল। সুতরাং কারূন মাটির ভিতর ধ্বসতে শুরু হল। কারূন চিৎকার করে বলতে লাগলো,হে মূসা আমাকে ছেরে দাও,আমাকে বাচাউ। কিন্তু মূসা (আঃ)আবেগের ভরে ওঠে আবার বল্লেন, يا ارض خذيه
হে মাটি ওকে গালে ফেল। কারূন চিৎকার করে বলতে লাগলো,হে মূসা আমাকে ছেরে দাও,আমাকে বাচাও। ততবার তিনি বলেছিলেনঃ يا ارض خذيه
হে মাটি ওকে গালে ফেল।শেষে কারূন মাটির ভিতর সম্পুর্ন তলিয়ে গেল।
অতঃপর আল্লাহ তা'আলা মূসা (আঃ) কে বল্লেন, হে মূসা তুমি তখন অনেক রাগান্বিত হয়ে পড়ছিলে এই জন্যে আমিও কিছু বলিনি। কিন্তু যদি সে তোমাকে না ডেকে আমাকে ডাকতো তবে আমি তাকে বাঁচিয়ে দিতাম।
Monday, November 21, 2016
সম্পর্কিত আরও পড়ুন
মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন হুজুরের ঋণ কেউ পরিশোধ করতে পারবে না,তবুও হুজুরকে দেখলে ঘৃণা করি!রাত তখন চারটা আমù
আমি মুসলিম তাই বলে কি আমার girlfriend থাকবে না ?আমি মুসলিম তাই বলে কি আমার girlfriend থাকবে না ? জানি গুনাহ কিন্তু আমি তো বিয়ে করব পরে!*আমি গান শুন
সুন্নতি পোশাক কোনটি?💠ইসলাম পূর্ণাঙú
করোনা ভাইরাস সংক্রমণ | সতর্কতামূলক পোস্ট | আল্লামা মামুনুল হকযে সকল সংগঠন, সংস্থা কিংবা ব্যক্তি করোনা ভাইরাস কেন্দ্রিক উদ্ভূত পরিস্থিতিতে আটকেপড়া অসহায় ও অস্বচ
নবীন ওয়ায়েজদের নিকট বিনীত নিবেদন....কিছু জরুরী কথা। ১, বয়ানের জীবনে অ
কুরআন ও হাদীসের কিতাব থাকতে মুফতী লাগে কেন?ইমাম আমাশ (রহঃ) কি
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!