মূসা (আঃ)কে অশ্লিল কাজে লিপ্ত হওয়ার অপবাদ দেওয়ার জন্যে কারুন একটি মহিলা কে নিযুক্ত করলো। কিন্তু মহিলা যখন মূসা (আঃ) এর সমাবেশে আসলো তখন তার মুখ দ্বারা মুসা (আঃ) এর চরিত্রে অপবাদ দেওয়ার হিম্মত হল না। বরং সে অকপটে সত্য কথা বলে দিলো।
কারূন আমাকে টাকা দিয়ে ভাড়া করেছে যেন আমি মুসা (আঃ)চরিত্র সম্পর্কে মিথ্যা অপবাদ দেই। আসলে মুসা (আঃ) এ ব্যপারে স্বচ্ছ ও পবিত্র। তার সঙ্গে আমার কনো অবৈধ সম্পর্ক নাই।
কারূনের এই ষড়যন্ত্রে মূসা (আঃ) ক্রোধান্বিত হয়ে ভূ-পৃষ্ঠকে বললেনঃ
يا ارض خذيه
হে ভূ-পৃষ্ঠকে এই কারূন কে গিলে ফেল। সুতরাং কারূন মাটির ভিতর ধ্বসতে শুরু হল। কারূন চিৎকার করে বলতে লাগলো,হে মূসা আমাকে ছেরে দাও,আমাকে বাচাউ। কিন্তু মূসা (আঃ)আবেগের ভরে ওঠে আবার বল্লেন, يا ارض خذيه
হে মাটি ওকে গালে ফেল। কারূন চিৎকার করে বলতে লাগলো,হে মূসা আমাকে ছেরে দাও,আমাকে বাচাও। ততবার তিনি বলেছিলেনঃ يا ارض خذيه
হে মাটি ওকে গালে ফেল।শেষে কারূন মাটির ভিতর সম্পুর্ন তলিয়ে গেল।
অতঃপর আল্লাহ তা'আলা মূসা (আঃ) কে বল্লেন, হে মূসা তুমি তখন অনেক রাগান্বিত হয়ে পড়ছিলে এই জন্যে আমিও কিছু বলিনি। কিন্তু যদি সে তোমাকে না ডেকে আমাকে ডাকতো তবে আমি তাকে বাঁচিয়ে দিতাম।
Monday, November 21, 2016
সম্পর্কিত আরও পড়ুন
মেয়েকে লেখা খতিব উবায়দুল হক রহ- এর চিঠিখতিব উবায়দুল হক রহ.- এর বড় মেয়ে রায়হানা হক সিলেটে তার দাদীর কাছে থাকতেন। যখন তার বিয়ের কথাবার্তা চল
মন চায় আব্বাজান (দা.বা.)সম্পর্কে হাজার পৃষ্ঠা লিখি...গতকাল ঢাকা প্রোগ্রাম শেষে সোজা হাটহাজারী চলে আসেন আজ সারাদিন হাটহাজারীতে আছেন সকাল থেকে শায়েখের খেদ
তীয়করোনার দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে গরিব অসহায়দের পাশে দাঁড়াতে আল্লামা তাকি উসমানির বিশেষ আহ্বানকরোনা ভাইরাসে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ধীরে ধীরে সবধরণের কাজই বন্ধ হয়ে যাচ্ছে। ফলে ‘দিন এনে দিন খ
কুরআন ও হাদীসের কিতাব থাকতে মুফতী লাগে কেন?ইমাম আমাশ (রহঃ) কি
ধর্ম যার যার উৎসব সবার!....কিছু কথা অতঃপর মুসলিম ও পূজাবর্তমানে তথাকথিত সুশীলদের বাজারে বিখ্যাত হওয়া একটি উক্তি হল “ধর্ম যার যার উৎসব সবার।” আর এই উক্তিটা
“ইসলাম শান্তির ধর্ম”: কেন ও কীভাবে‘ইসলাম শান্তির ধ
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!