বাদশাহ আকবর বেচারা লেখা পড়া জানতো না। তাই তার মন্ত্রী পরিষদ নতুন নতুন পদ্ধতিতে তাকে কাফের বানানোর চেষ্টা করতো।কারন তার দরবারের পরামর্শ দাতারা সব বে দিন ছিল। একবার সবাই মিলে পরামর্শ করলো যে আমরা তো "দীনে ইলাহী "গঠন করলাম কিন্তু আমাদের এই ধর্মের কোন নবী নাই। সুতরাং একজন নবী বানানো দরকার। এজলাসে বলে সাবাই মিলে বাদশাহ্ আকবরকে নবী বানালো। তারপর একজন কে আবু বকর বানালো, ওমর বানালো। এভাবে প্রত্যেকে এক একটা পদ নিয়ে বসলো। মোল্লা দো-পিয়াজাও সেই মজলিসে উপস্থিত ছিলেন। যখন তার পালা আসলো তখন তাকে জিজ্ঞাসা করা হলো, 'মোল্লাজী, আপনি কি হতে চান? মোল্লাজী বললোন আমি এই ধর্মের আবু জেহেল হবো।
আমি তোমাদের সবাইকে মিথ্যাবাদী আখ্যা দিব। তোমাদের নবীও মিথ্যা,আর ছাহাবিরাও মিথ্যা। কারণ নবীর জন্যে এটাও জরুরী যে তার অস্বীকারকারী থাকুক।
তার প্রমাণ:
وکذلک جعلنا لکل نبی عدوا شیطین الانس والجن
আমি তোমাদের সবাইকে মিথ্যাবাদী আখ্যা দিব। তোমাদের নবীও মিথ্যা,আর ছাহাবিরাও মিথ্যা। কারণ নবীর জন্যে এটাও জরুরী যে তার অস্বীকারকারী থাকুক।
তার প্রমাণ:
وکذلک جعلنا لکل نبی عدوا شیطین الانس والجن
"এইরূপে আমি মানব ও জিন্নের মধ্যে শয়তান দিগকে প্রত্যেক নবীর শত্রু করিয়াছি '' (৬:১১২)।
মোল্লাজির কথায় দরবারের মধ্যে হাসির রোল পরে গেল। সাবাই হাসিতে ফেটে পরতে লাগলো। নবী হওয়ার বিসয়টা এলমেল হয়ে গেল। সব পরিকল্পনা সেখানেই চাপা পরে গেল।
মোল্লাজির কথায় দরবারের মধ্যে হাসির রোল পরে গেল। সাবাই হাসিতে ফেটে পরতে লাগলো। নবী হওয়ার বিসয়টা এলমেল হয়ে গেল। সব পরিকল্পনা সেখানেই চাপা পরে গেল।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!