Friday, March 31, 2017

যে ১০ কারনে একজন মুসলমান কিছুতেই পহেলা বৈশাখ পালন করতে পারেনা।

(১) “এসো হে বৈশাখ”বলা নিষেধ ৷ কারন এর দ্বারা মাখলুকের নিকট কল্যাণ কামনা করা হয়৷ অথচ কল্যানের মালিক একমাত্র আল্লাহ তা’আলা ৷
২) বড় বড় র্যালি বের করা যাকে মঙ্গল শুভ যাত্রা বলা হয় , এটা নিরেট হিন্দুদের ধর্মীয় কাজ। যা কোন মুসলমান কখনো করতে পারেনা৷
৩) পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা- ইলিশ খাওয়া এটা ও মূলত হিন্দুদের থেকে এসেছে। কেননা তারা আশ্বিনের শেষ রাত্রে রান্না করে কার্তিকের প্রথম দিনে খায়৷

৪) এই দিনে সাদা কাপড়/শাড়ী পরিধান করে এবং কপালে শাখা-সিঁদুর লাগায় ও উলুধ্বনি দেয় যা মূলত হিন্দুদের কাজ৷

৫) জীব জন্তূর কার্টুন ব্যবহার করা,যেমন বাঘ,শিয়াল,বানরের এটা ঠিক নয় ৷ কারন হিন্দুরা হনুমান/ সাপের পূজা করে৷ এগুলো নিষেধের কারন হলো : রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন," যে ব্যক্তি অন্য কোনো জাতির অনুসরন করবে, সে তাদের দল ভূক্ত হবে৷" মুসলমান হিন্দুদের দলভ ূক্ত হতে পারেনা ৷
৬) গালে, কপালে, হাতে উল্কি আঁকা, শরীরের যে কোনো জায়গায় খুদাই করা । এটা তিন কারনে নিষেধ
(ক): হাদীসে এসেছে,যে ব্যক্তি উল্কি
আঁকে,এবং যে আঁকায় তাদের উপর আল্লাহর অভিশাপ ৷
(খ) শারিরীক লস, কেননা চিকিৎসকরা বলেন,কেমিক্যল ক্রিম,/ বস্তূ গুলো ত্বকের জন্য ব্যবহার করা মারাত্বক ক্ষতিকর৷
(গ) বেপর্দা
৭) গান বাজনা ছাড়া তা পালন হয় না তার জন্য ঢুল/ তবলার প্রয়োজন, আর হিন্দুরা পূজার সময় ঢুল,তবলা বাজায় ৷
৮) নারী,পুরুষের অবাধ মেলামেশা ৷
৯) আল্লাহর সৃষ্টির পরিবর্তন। যেমন
উল্কি,ক্ষুদাইকরা, মুখোশ ব্যবহারের দ্বারা করা হয়,অথচ তা সম্পূর্ন নিষেধ৷
১০) পহেলা বৈশাখ উদযাপনকে
অসাম্প্রদায়িকতার দোহাই দিয়ে "ধর্ম যার যার ,উৎসব সবার" বলা হচ্ছে । অথচ পহেলা বৈশাখ হিন্দু, বৌদ্ধ , মজুসীদের পূজা বৈ কিছুই নয়।
একজন মুসলমান কখনো বৈশাখ নামের পূজা পালন করতে পারেনা। যে মুসলমান সে কখনোই বৈশাখী অনুষ্ঠানে যেতে পারেনা। যে যায়
সে কিছুতেই মুসলমান থাকতে পারেনা।
হে আল্লাহ আমাদের কে জহান্নাম থেকে মুক্তি দান করেন।
আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সহীহ বুঝ দান করেন,।
আমীন,


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!