Monday, July 3, 2017

লা মাজহাবী দুই বন্ধুর মাঝে কথোপকথন

১ম বন্ধুঃ দোস্ত তোর সাথে অতি পার্সনালী কথা আছে ।
.
২য় বন্ধুঃ হে বল দোস্ত ।
.
১ম বন্ধুঃ ইদানিং মাজহাবীদের বাটে ফেলতে গিয়ে নিজে বাটে পড়ে যাচ্ছি ।

২য় বন্ধুঃ কস কি ? আমাদের ইজতেহাদের লালবাতি জ্বালাবি নাকি ?তা কিভাবে বাটে পড়লি ? টের পাই নাই তো ? একটু খুলে বল কি হইছে ।।
.
১ম বন্ধুঃ আমরা ৪ইমামের তাকলিদ হারাম বলি ।কিন্তু আমরা ইজতেহাদের ক্ষেত্রে যে শায়েখ আলবানী ,শায়েখ মতিউর রহমান ,শায়েখ আব্দুল্লাহ আল কাফী ,ইমাম তাইম্যিয়া ,শায়েখ বিন বাজ ,উসাইমিন এদের তাকলিদ করি এটা মাজহাবীরা টের পেয়ে যাচ্ছে ।
.
২য় বন্ধুঃ আরে কস কি ?
মাজহাবীদের কাছে সব ফাঁস হয়ে গেছে নাকি?
.
১ম বন্ধুঃ আরে না।গতকাল এক মাজহাবীর সাথে বিতর্ক বেধেছিলো ।ওমা ,সে দেখি আমাদের শায়েখ আলবানী ,বিন বাজ ,উসাইমিন , ইবনে তাইমিয়া এদের চরম মতভেদের কথা খুলে খুলে আলোচনা করলো ।এক শায়েখ বলে হারাম আরেক জনে বলে জায়েয । আমি তাকে বলেছি ,আমরা কোনো শায়েখ বা ইমামের মত মানি না ।আমরা ডাইরেক্ট কোরআন হাদিস মানি ।এই কথা বলে কোনো রকম পালিয়ে আসার চেষ্টা করছিলাম ।
.
২য় বন্ধুঃ হাই হাই কি কস এগুলি ?পালাইতে পারলি না ? আমি হইলে তো নিজের একটা মতের উপর ফতুয়া দিয়ে পালাইতাম ।আচ্ছা তারপর কি হইছে ???
.
১ম বন্ধুঃ তারপর ঐ হানাফী আমারে বলে ,আপনি যেহেতু ইমামের মতও মানেন না ।তাহলে সহিহ ,জয়ীফ ,রহিত ,মানসুখের নির্ধারনের হ্মেত্রে ইমাম বুখারী ,ইমাম মুসলিম ,ইমাম তিরমীজি আরো ইত্যাদি মুহাদ্দিস ইমামকে তাকলিদ করে তাদের মতকে কেনো গ্রহন করেন ?
.
২য় বন্ধুঃ তুই কি উত্তর দিলি ?
(ভয়ে ভয়ে )
.
১ম বন্ধুঃ আমি ওকে দালাল ফতুয়া দিয়েছি ।আর কোনো ব্যক্তিকে তাকলিদ না করার উপদেশ দিয়ে পালিয়ে চলে এসেছি ।দোস্ত আমি এভাবে বাটে পড়বো ভাবতে পারি নাইরে দোস্ত।
.
২য় বন্ধুঃ যাক পালায় চলে এসেছিস এটা আল্লাহর রহমত ।
.
আসলে ওদের চুল পরিমান জ্ঞান নাই । বাদ দে ওদের কথা ।
.
১ম বন্ধুঃ আরে বাদ দিলে তো হবে না । সামনে যদি বিতর্ক বাধে ? আবার যদি বাটে পড়ি তখন ?
.
২য় বন্ধুঃ হুম । কথাটা মন্দ বলিস নাই । এক কাজ কর ।গোপনে আমাগো শায়েখদের কাছে ফোন করে পরামর্শ করিস ।
.
১ম বন্ধুঃ একেবারে ভেজালহীন কথা বলেছিস দোস্ত । আমি আজকেই ফোন করবো শায়েখের কাছে ।
.
২য় বন্ধুঃ শায়েখের পরামর্শটা আমারেও দিবি ।আমি যদি কখনো বাটে পড়ি কাজে লাগবে ।
.
১ম বন্ধুঃ আচ্ছা দোস্ত ।আজ আসি তাহলে ।
.
২য় বন্ধুঃ আচ্ছা ।

কেমন লাগলো জানাবেন?


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!