Saturday, July 1, 2017

সবাই নিজ নিজ মতাদর্শের দাওয়াত দিয়ে বেড়ায়

একটু ভাবুন...
:
আমার আহালে হাদিস ভাইয়েরা দাওয়াত দেয় আহালে হাদিস হওয়ার জন্য,
:
শিয়ারা দাওয়াত দেয় শিয়া হওয়ার জন্য,
:
কাদিয়ানিরা দাওয়াত দেয় কাদিয়ানি হওয়ার জন্য,
:
সুন্নিরা দাওয়াত দেয় সুন্নি হওয়ার জন্য,
:
আহালে কুরআন দাওয়াত দেয় আহালে কুরআন
হওয়ার জন্য,
সবাই নিজ নিজ মতাদর্শের দাওয়াত দিয়ে বেড়ায়

( এখানে সবার প্রাতিষ্ঠানিক বা মতাদর্শিক স্বার্থ  থাকে, এদের প্রথম দাওয়াত হল 'সবার আগে
আমাদের মতাদর্শ গ্রহন কর )
:
:
কিন্তু,
:
তাবলিগওয়ালারা সবার আগে দাওয়াত দেয়,
'তুমি ঈমানদার হও, আমলদার হও, বেনামাজিকে
বলে তুমি নামাজি হও, আল্লাহভোলা মানুষকে
বলে তুমি  আল্লাহকে চেনো,
দুনিয়ার ফিকির না করে আখিরাতের ফিকির কর,
কবরে তোমাকে যে প্রশ্ন করা হবে তার উত্তর 
প্রস্তুত কর, শিরকমুক্ত জীবন গড়।
সবশেষে বলে তোমার আহাল, সমাজ, তোমার
মুসলিম ভায়ের নাজাতের ফিকির কর

( তুমিও দাওয়াত দাও )
:
:
ভাই  বুকে হাত রেখে বলুনতো এগুলোর মধ্যে
কোন দাওয়াতটি আপনার আমার দেওয়া
উচিত ?


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!