কুরআন হাদিসের বিপক্ষে যত বাতিল শক্তি আছে সবাইকে দাঁতভাংগা জবাব দিয়ে নিস্তেনাবুত করেছেন ওলিপুরী দা:বা:
:
যেখানেই মিলাদ ক্বিয়াম পার্টিরা মাথাচারা দিয়েছে সেখানেই তিনি প্রতিবাদ করেছেন।
:
যেখানে (আদাতি) তথা কথিত আহলে হাদিসরা মাথাচারা দিয়েছে সেখানেই প্রতিবাদ করেছেন শক্ত হাতে।
হাদিস কুরআন সঠিক ব্যাখ্যা দিয়ে।
:
আদাতি ও বেদআতিদের চোখে ওলীপুরী এজন্য খারাপ।
ওলিপুরী সাহেব কেনো হাদিস কুরআন এর যুক্তি দিয়ে তাদেরকে গুড়িয়ে দিলেন?
:
তথা কথিত আহলে হাদিসদের জন্য ওলিপুরী দা:বা: এক বিশাল আতংকের নাম।
:
ওলিপুরী দা:বা: এর নাম শুনলে ওদের অবস্থা খারাপ হয়ে যায়।
:
আজ পর্যন্ত ওলিপুরী সাহেবের সামনে দাড়াতে পারেনি আহলে হাদিসদের নামধারী ছায়েখেরা।
:
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা।
আপনারা যারা হাদিস কুরআন শিক্ষার ময়দানে আছেন।
ভালো করে পড়ালিখা করুন।
আপনাদের কলমের শক্তি আপনাদের কথার শক্তি পরবর্তিদের জন্য খুবই প্রয়োজন হয়ে দাড়াবে।
আমাদের বড় বড় হক্কানী ওলামাগন চলে যাচ্ছে।
তাই এখন থেকে বাতিল প্রতিরোধ ও হাদিস কুরআন এর সঠিক প্রচারের জন্য আপনার আমার ভুমিকা রাখতে হবে।
:
আমরা হাদিস কুরআন শিখে আমাদের বড়দের মত বাতিলের বিপক্ষে লড়ে যাব ইনশাআল্লাহ
Friday, July 28, 2017
সম্পর্কিত আরও পড়ুন
তারাই ছিলেন আমাদের পূর্বসুরি যাদের নিয়ে আমরা গর্ব করি:এমন মানুষ মিলবে õ
উপমহাদেশের বর্তমান সময়ের উজ্জল দুই নক্ষত্র ধর্মিয় কিংবদন্ত
সত্তরের দশকে বিশ্ব কাঁপানো পপ তারকা। তার সুর আর গানে মেতে ছিল পৃথিবী।ক্যাট স্টিভেন্স
আল্লামা হযরত আজীজুল হক্ব সাহেব রাহিমাহুল্লাহ্ওলামায়ে দেওবন্দ
বিশ্বনবী মোহাম্মদ সাঃ এর ছাত্র জেনারেশন১.হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাঃউনার ছাত্র।২.হজরত আনাছ ইবনে মালেক রাঃ,উনার ছাত্র৩.ইমামে আযম আবু হান
হজরতজী মাওলানা ইউসুফ কান্ধলবী রহঃ এর জীবনী যুগে যুগে আল্লাহ
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!