এক ৮ বৎসরের বাচ্চার মা মারা গিয়েছিল।
একদিন বাচ্চাটার বাবা তাকে জিজ্ঞেস করল... বাবা, বলতো তোমার নতুন মা এবং পুরাতন মায়ের মধ্যে পার্থক্য কি?
বাচ্চাটি বলল, আমার নতুন মা সত্যবাদী, আর পুরাতন মা মিথ্যাবাদী ছিল।
বাবা তার ছেলের কথা শুনে চমকে গেল এবং বলল কেন বাবা... তোমার যেই মা তোমাকে জন্ম দিল সে মিথ্যা বাদী, আর যে কয়েক দিন হল আসলো সে সত্যবাদী হয়ে গেল?
বাচ্চাটি বলল... আমি যখন সারাদিন খুব দুষ্টামি করতাম, তখন আমার মা আমাকে বলত তুই যদি এমন দুষ্টামি করতে থাকিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিব।তারপর সারাদিন যখন আমাকে খুজে না পেতো, তখন সারা গ্রাম খুজে আমাকে ধরে এনে নিজের পাশে বসিয়ে নিজ হাতে খায়িয়ে দিতো। আর আমার নতুন মা বলে তুই যদি এমন দুষ্টামি করিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিব, সত্যি সত্যি আজ তিন দিন যাবত আমাকে কোন খাবার দেয়া হয় নি।
নিজের মায়ের মত মা, পৃথিবীতে কেউই হতে পারে না।
Saturday, March 11, 2017
সম্পর্কিত আরও পড়ুন
যুবক ভাইদের প্রতি.....হজরত আবু জর রা. থেকে বর্ণিত, একবার রাসুলুল্লাহ সা. আক্কাফ রা. কে বললেন, হে আক্কাফ! তোমার স্ত্রী আছে
হিফজ ছাত্র-শিক্ষকদের উদ্দেশে কিছু অমূল্য নসীহত। হাফেজ ক্বারী আব্দুল হক দা.বা.শিক্ষকদের উদ্দেশে ১৫টি নসীহত১. ছাত্রের চেহারা, কান, মাথা ও স্পর্শকাতর কোন অঙ্গে বেত্রাঘাত করবেন না।
মুল্যবান কিছু উপদেশ!!!০১। মূর্খ লোকের ø
মন চায় আব্বাজান (দা.বা.)সম্পর্কে হাজার পৃষ্ঠা লিখি...গতকাল ঢাকা প্রোগ্রাম শেষে সোজা হাটহাজারী চলে আসেন আজ সারাদিন হাটহাজারীতে আছেন সকাল থেকে শায়েখের খেদ
যদিও জগতে টাকার প্রয়োজন হয় কিন্তু টাকা দুনিয়ার সব কিছু নয়!✹ টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তুসময় নয়।✹ টাকা দিয়ে বাড়ি তৈরী করাযায় কিন্তু শান্তির নীড় নয়।
শয়তানের পাঁচটি ফাঁদঃ(১) তুমি এখন যুবক, ম&
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!