এক ৮ বৎসরের বাচ্চার মা মারা গিয়েছিল।
একদিন বাচ্চাটার বাবা তাকে জিজ্ঞেস করল... বাবা, বলতো তোমার নতুন মা এবং পুরাতন মায়ের মধ্যে পার্থক্য কি?
বাচ্চাটি বলল, আমার নতুন মা সত্যবাদী, আর পুরাতন মা মিথ্যাবাদী ছিল।
বাবা তার ছেলের কথা শুনে চমকে গেল এবং বলল কেন বাবা... তোমার যেই মা তোমাকে জন্ম দিল সে মিথ্যা বাদী, আর যে কয়েক দিন হল আসলো সে সত্যবাদী হয়ে গেল?
বাচ্চাটি বলল... আমি যখন সারাদিন খুব দুষ্টামি করতাম, তখন আমার মা আমাকে বলত তুই যদি এমন দুষ্টামি করতে থাকিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিব।তারপর সারাদিন যখন আমাকে খুজে না পেতো, তখন সারা গ্রাম খুজে আমাকে ধরে এনে নিজের পাশে বসিয়ে নিজ হাতে খায়িয়ে দিতো। আর আমার নতুন মা বলে তুই যদি এমন দুষ্টামি করিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিব, সত্যি সত্যি আজ তিন দিন যাবত আমাকে কোন খাবার দেয়া হয় নি।
নিজের মায়ের মত মা, পৃথিবীতে কেউই হতে পারে না।
Saturday, March 11, 2017
সম্পর্কিত আরও পড়ুন
একটি কুকুরের সাক্ষাৎকার🌷কুকুর কে প্রশ্ন করলাম তুমি উলঙ্গ থাকো কেন?সে উত্তর দিল আমার লজ্জা নাই তাই.........🌷আবার প্রশ্ন ক
করোনার ভয়ে মুসাফাহা ছেড়ে দেওয়া; কুরআনে বর্ণিত সামেরীর সাদৃশ্য হচ্ছে না তো ? মহান আল্লাহ তায়া’লার উপর ঈমান,আকিদা বিশ্বাস বিশুদ্ধ রাখা এবং ইসলামের নির্দেশনার তোয়াক্কা না করে করো
মন চায় আব্বাজান (দা.বা.)সম্পর্কে হাজার পৃষ্ঠা লিখি...গতকাল ঢাকা প্রোগ্রাম শেষে সোজা হাটহাজারী চলে আসেন আজ সারাদিন হাটহাজারীতে আছেন সকাল থেকে শায়েখের খেদ
রক্তমাখা ৫ ই মে' আল্লামা বাবুনগরীর ত্যাগের স্মৃতিচারণে আমার কবিতা করেছো নবীর ইজ্জত রক্ষা,জেল জুলুম সব সয়েনাস্তিক মুরতাদ কাঁপে সদা তোমার নামের ভয়েবন্ধ হয়েছে ত্যাগে তো
বিবাহের প্রয়োজনীয়তা নিয়ে বাইতুল্লাহর সাবেক ইমাম শাইখ সালিহ আলে তালিব এর ঐতিহাসিক খুৎবাহটির অনুবাদমূলঃ শাইখ সালেহ আলে-তালিব (হাফিযাহুল্লাহ)অনুবাদঃ Rashid Ahmad Qasemi (সাল্লামাহুল্লাহ)খুৎবাহটির হুব
এটি ভিনদেশী কোনো প্রদেশের চিত্র নয়,!ময়মনসিংহ মহিলা
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!