Saturday, February 25, 2017

এই উম্মাহর পূর্ববর্তী মায়েরা কেমন ছিলেন? কেমন ছিলো তাদের মেয়েরা! আসুন সামান্য দেখে নিই।

আসমা বিনতে আল-ফাযারি' তার মেয়ের বিয়ের সময় মেয়েকে করা নাসীহাহ
"মা, যে বাড়িতে তুমি প্রতিপালিত হয়েছিলে, বড় হয়েছিলে এখান থেকে তুমি চলে যাচ্ছো। এখন থেকে এমন বিছানায় তুমি শোবে, যে বিছানায় এর আগে তুমি কখনো শোওনি। এমন এক সঙ্গীর সঙ্গে তোমার ঘর করতে হবে যাকে তুমি এর আগে জানতে না।
তার জন্য তুমি মোলায়েম জমিন হয়ে যেও, সে হয়ে যাবে তোমার জন্য একটি ছায়াদানকারী আকাশ। তুমি তার জন্য বিছানা হয়ে যেও, সে তোমার জন্য খুটি হয়ে যাবে। তুমি তার এমন খেদমত করো, যেন তুমি তার দাসী, আর সে তোমার মুনিব। দেখবে একদিন সে-ই তোমার গোলাম হয়ে যাবে। তুমি তার থেকে দূরে থেকো না। সে তোমার কাছে আসলে তুমিও তার কাছে যেও। যখন সে চায় না (কাছে যেতে), তখন তাকে পীড়াপীড়ি করো না। তুমি তার নাকের হিফাযাত করবে অর্থাৎ এমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলবে, যেন তোমার কাছে আসলে সুগন্ধ পায়। তুমি তার কানের হিফাযাত করবে অর্থাৎ সে যেন অন্যদের কাছে তোমার প্রশংসা শুনতে পায়। তুমি তার চোখের হিফাযাত করবে অর্থাৎ নিজেকে এমনভাবে সজ্জিত করে রাখবে যাতে তোমাকে দেখলে তার চক্ষু শীতল হয়। হে মা! তুমি তো চলে যাবে। যদি কথাগুলো না বলার মধ্যে ফায়দা হতো তাহলে কথাগুলো বলতাম না। হে আমার মেয়ে! যদি মেয়েদের স্বামীর দরকার না হতো, তাহলে আমরা তোমার বিয়ে দিতাম না, আর তুমিও দুনিয়াতে আসতে না। কারণ আমি নিজেই বিয়ে করতাম না। কিন্তু আল্লাহ মেয়েদের সৃষ্টি করছেন ছেলেদের জন্য, আর ছেলেদের সৃষ্টি করছেন মেয়েদের জন্য। এটাই স্রষ্টার বিধান। এতেই রয়েছে কল্যাণ।"

এটা মাত্র একটুখানি। এরকম অজস্র উপমা রয়েছে উম্মাহর পূর্ববর্তী আল্লাহ ভীরু, আনুগত্যশীলা মায়েদের। এরা কেউ না ছিলেন পিএইচডি ধারী, আর না ছিলেন পুরুষের সাথে পাল্লা দিয়ে রাষ্ট্রীয়-সামাজিক কাজে নিয়োজিত।
এদের গর্ভ থেকেই পরবর্তীতে জন্ম নিয়েছেন আহমাদ বিন হাম্বালের (রাহি.) মত ফক্বীহ-মুজতাহিদ, আব্দুল্লাহ ইবনে মুবারকের (রাহি.) মত মুজাহিদ-মুহাদ্দিস, উমার বিন আব্দুল আযীযের (রাহি.) মত মুজাদ্দিদ-ইমাম।

নিশ্চয়ই এই প্রজন্মেও উম্মাতে মুসলিমাকে মুক্তির পথ দেখাবে যারা, তারাও এমন মায়েদেরই সন্তান।


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!