গুনিয়াতুত তালেবীন কিতাবের রেফারেন্স আরো একটা বিষয় যা আপনাদের মুখোশ পুরোপুরি উন্মোচন করে দেয়।
খারেজীয়াহ ফেরকার উপশাখা নাজরাহ। তাদের আকিদা এভাবে বলা আছে যে “ইহাদের আকিদা এই যে ব্যক্তি একবার মিথ্যা কথা বলিয়াছে বা ছগীরাহ গুনাহ করিয়াছে এবং তওবা করে নাই, সে মুশরেক হইয়া গিয়াছে। পক্ষান্তরে যে ব্যক্তি চুরি, শরাবখোরী বা ব্যভিচার করিয়া তাওবা করিয়াছে, সে মুসলমান বৈকি! উহাদের মতে ইমাম ও মাজহাবের কোন প্রয়োজন নাই। শুধু আল্লাহর কোরআনের জ্ঞান ও অভিজ্ঞতা থাকা চাই।”
(গুনিয়াতুত তালেবীন, প্রথম খন্ড, পৃষ্টা নং ৮৮, ফেন্সী লাইব্রেরী, ঢাকা, প্রকাশকাল ১৯৯১ ইং, দ্বিতীয় সংস্করণ: ১৯৯৯৬)
এখন বলুন আহলে হাদীস ভাইদেরও একই স্লোগান “মাজহাবের কোন প্রয়োজন নাই।”
তার মানে দিনের আলোর মত ফকফকা পরিষ্কার যে খারেজীয়াহ ফেরকার সাথে আপনাদের আকিদার কোন পার্থক্য নেই।
অতএব সন্দেহাতীতভাবে প্রমাণিত হইল খারেজী এবং আহলে হাদীস-র আকিদা এক ও অভিন্ন।
সবগুলো ভ্রান্ত ফেরকার নাম উল্লেখ করে শেষে আব্দুল কাদির জিলানী (রহঃ) লিখেন “অতএব ভন্ড ফেরকাগুলির প্রসঙ্গটি আমরা এখানেই শেষ করিতেছি।”
এখন কি তবে নিজের সুবিধা মোতাবেক না হওয়ার কারণে পীর সাহেব আব্দুল কাদির জিলানী (রহঃ)-এর কিতাবের হাওয়ালা ছুড়ে ফেলে দিবেন??????????? !!!!!!!!
ভাইয়েরা সময় ফুরিয়ে যাইনি, ফিরে আসার পথ খোলা, বুকে জড়িয় নিবে সবাই ভাইয়ে ভাইয়ে, মিষ্টিমুখও হবে ইনশাআল্লাহ।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!