এক বৈঠকে তিনি বলেনঃ "আমাদের এই আন্দোলনের আসল মকছুদ বা উদ্দেশ্য মুসলমানকে ঐ সমস্ত জিনিস শিক্ষা দেওয়া যাহা রসূলুল্লাহ ছল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসিয়াছিলেন। অর্থাৎ ইসলামের পূর্ণ এলেমী ও আমলী নিজাম উম্মতের মধ্যে পুনর্জীবিত করা। ইহা তো আমাদের আসল উদ্দেশ্য; বাকি রহিল তাবলীগি কাফেলায় ঘুরাফেরা ও 'গাশত' করা, ইহা ঐ উদ্দেশ্য সাধনের প্রথমিক উপায়। কলেমা, নামাজের তালীম ও তলকীব আমাদের পূর্ণ পাঠ্য-তালিকার 'ক, খ, গ' মাত্র।
.
ইহা প্রকাশ্য কথা যে, আমাদের কাফেলা সম্পূর্ণ কাজ করিতে পারবে না। তাহারা শুধু মাত্র নিম্নলিখিত কাজ প্রত্যেক জায়গায় পৌঁছাইয়া নিজের চেষ্টা ও কষ্ট দ্বারা এক আলোড়ন ও চেতনা সঞ্চার করিতে পারে মাত্র।
.
গাফেলদিগকে স্হানীয় দ্বীনদারদের সঙ্গে মিলাইয়া দিবার ও দ্বীনের দরদী চিন্তানায়কদের বেচারা আওয়ামদের সংশোধনের কাজে লাগাইয়া দিবার কৌশিশ করতে পারে। প্রত্যেক জায়গায় আছলী কাজ তো স্হানীয় কর্মীরাই করিতে পারে। আওয়ামদের বেশী ফায়দা নিজ জায়গায় দ্বীনদারদের নিকট হইতেই পৌঁছিতে পারে।
.
অবশ্য ইহার তরীকা আমাদের ঐ সমস্ত লোক হইতে শিক্ষা করা যায় যাহারা বহুদিন হইতে এই তরীকায় ফায়দা দেওয়া নেওয়া ও শিক্ষা দেওয়া নেওয়ার কাজ সাফল্যের সহিত করিয়াছে ও বহুলাংশে ইহাকে নিজের আয়ত্বে আনিয়াছে।
[সূত্রঃ মালফুজাতে মাওলানা ইলিয়াস সাব (রহঃ)]
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!