শুধু ঈদের নামাজ কেন?
বাকী সব নামাজই তাহলে সৌদির সাথে মিলিয়ে করা উচিৎ। শুধু ঈদ নিয়ে এই ধান্দাবাজী কেন?
সৌদী আরবের সাথে মিল রেখে আগামীকাল রবিবার (২৫ জুন)
লক্ষ্মীপুর-শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হবে।
জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শারশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা গ্রামসহ ১০টি গ্রামের প্রায় সহস্রাধিক মানুষ আগাম ঈদুল ফিতর উদযাপন করবে।
রবিবার সকাল সাড়ে ১০টায় জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারের তালিমুন কোরান নুরানী মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মাওলানা ইসহাক (র:) এর অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ ৩৩ বছর যাবত পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে মিল রেখে ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছে।
শরীয়তপুর:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের অনুসারী ২০টি গ্রামের প্রায় দশ হাজার মানুষ রবিবার পালন করবে ঈদুল ফিতর।
সুরেশ্বর দরবার শরীফের গদিনিশান পীর কামাল নুরী জানায়, দরবার শরীফের পীর জানশরীফ মাওলানার আমল থেকে প্রায় ৫০ বছর যাবৎ সৌদি আরব ও বিশ্বের অন্যান দেশের সঙ্গে মিল রেখে তারা ঈদ পালন করে আসছেন। জানশরীফ মাওলানা মৃত্যুর পর তার অনুসারীরা এই নিয়ম মেনেই ঈদ পালন করবেন।
রবিবার সকাল সাড়ে ৯টায় দরবার শরীফের ময়দানে পবিত্র ঈদুল ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঈদ জামাতের সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা অংশ নিবেন।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!