Wednesday, June 28, 2017

সৌদিতে মিউজিক ও সিনেমার অনুমতির বিরোধিতা করলেন গ্র্যান্ড মুফতি

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ সিনেমা, মিউজিক, কনসার্ট, গান-বাজনাকে চারিত্রিক অধঃপতনের কারণ হিসেবে অভিহিত করে বলেন, সরকার যদি এ জাতীয় কিছু করার অনুমতি প্রদান করে, তবে তা চরিত্র ধ্বংসের কারণ হবে।

এক টিভি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি সৌদি সরকারকে সতর্ক করে বলেন, সিনেমা যা ভোগবিলাস এবং অনৈতিক বিষয়ের উপর তৈরি করা হয়। যা কোনদিন কল্যাণকর নয়। গান-বাজনা, কনসার্ট ইত্যাদির মধ্যেও কোন ভাল দিক নেই। বরং এসব পরিবার সদস্য ও স্বামী-স্ত্রীর চারিত্রিক অধঃপতন এবং সংসারে অশান্তি বয়ে আনে।

তিনি আরো বলেন, সাইন্টিফিক মিডিয়ার মাধ্যমে এন্টারটেইনমেন্টে কোন ধরনের আনন্দ নেই।

তিনি সরকার সংশ্লিষ্টদের প্রতি জোর দিয়ে বলেন, তারা যেন শয়তানের জন্য দরজা খুলে না দেয়।

উল্লেখ্য, সৌদি সরকার দেশের তরুণদের বিনোদনের চাহিদা পূরণের জন্য সিনেমা হল নির্মাণ ও কনসার্টের অনুমতি দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। এ প্রকল্প নিয়ে দেশে বিদেশে ইতোমধ্যেই প্রচুর সমালোচনা সৃষ্টি হয়েছে।


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!