ইসলামের ১৫০০ শত বৎসরে আজো পর্যন্ত কেউ দেখেছেন কি?
.
১/ হানাফি মসজিদ
২/ শাফেয়ী মসজিদ
৩/ মালেকি মসজিদ
৪/ হাম্বলী মসজিদ
এভাবে কোন মসজিদ দেখেছেন
অবশ্যই. # উত্তর : হবে না - দেখিনি
.
আবার যখন প্রশ্ন. করবো ইসলামের এই
১৫০০ শত বৎসরে কেউ দেখেছেন কি?
১/ হানাফি গোরস্তান
২/ শাফেয়ী গোরস্তান
৩/ মালেকি গোরস্তান
৪/ হাম্বলী গোরস্তান
এভাবে কোন গোরস্তান বা কবরেস্থান দেখেছেন কেউ
অবশ্যই # উত্তর : হবে না - দেখিনি
.
আবার যখন প্রশ্ন করবো ইসলামের এই
১৫০০ শত বৎসরে কেউ দেখেছেন কি?
১/ এটা হানাফি ঈদগাহ
২/ এটা শাফেয়ী ঈদগাহ
৩/ এটা মালেকী ঈদগাহ
৪/ এটা হাম্বলী ঈদগাহ
অবশ্যই উত্তর: হবে না- দেখেনি
.
ইনশাআল্লাহ কেউ কেয়ামত পর্যন্তও কেউ দেখবেনা।
.
হক্ব চেনার এটাই উপায় যা ১৫০০শত বৎসরেও যাদের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি যাদের ঐক্যের স্তম্ভ আজ সেই সোনালি যুগের মতই অটুট ও অটল রয়েছে।
.
এখন কথা হলো যারা বৃটিশ দের দালালিতে রানি ভিক্টোরিয়ার সার্টিফিকেট নিয়ে ময়দানে নেমেছে মুসলমানদের সেই ঐতিহ্য" ঐক্য ঈমান" আমাল কে ধংশ করার জন্য
মাযহাবের ইমামদের উপর তোহমাত / গালিগালাজ করে বেড়ায় তারাই দ্বীনকে খন্ড বিখন্ড করেছে ?
.
বাস্তবতায় কারা দ্বিন কে খন্ড বিখন্ড করলো / আর তোহমত কাদের উপর দিল?
প্রমাণ স্বরুপ নিচের ছবি গুলো দেয়া হলোঃ
.
১/ শিয়া ইসলাম থেকে বহিস্কার / তাদের মসজিদ আলাদা।
২/ কাদিয়ানী ইসলাম থেকে বহিস্কার / তাদের মসজিদ আলাদা।
৩/ রাফেজিরা ইসলাম থেকে বহিস্কার / তাদের মসজিদ ও আলাদা।
.
৪/ আহলে হাদীস নামধারীরাও কি ইসলাম থেকে বহিস্কার? তাদেরও কেন মসজিদ আলাদা?
বিঃদ্রঃ -বিচারের ভার পাঠকবর্গ বন্ধুদের দিলাম।
Monday, July 10, 2017
সম্পর্কিত আরও পড়ুন
একাকী ইবাদতে শবে বরাত পালন করুন | শাহ্ আহমদ শফীআগামীকাল ৯ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে শবে বরাত। হাদীস শরীফে যা 'লাইলাতুন নিসফি মিন শাবান'
তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ করোনায় আক্রান্ত!আন্তর্জাতিক ডেস্কঃ তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা
মি. প্রেসিডেন্ট | ইমরান খানবিসমিল্লাহির রাহমানির রাহিমইয়াকানাবুদু ওয়া ইয়া কানাসতায়ীনমি. প্রেসিডেন্ট। সম্মানিত সেক্রেটারি। ভদ্র
কাদিয়ানী ইস্যু: আল্লামা আহমদ শফীর নেতৃত্বে মাঠে নামছে আলেমরাঃ-চট্টগ্রামের দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক, হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও সর
হেফাজতের আইনজীবি এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া: স্মৃতি ও প্রার্থণা | আল্লামা মামুনুল হক২০১৩ সালে শাপলার ম্যাচাকারের পর যখন হেফাজতের উপর ক্র্যাকডাউন চলে, সারা দেশে অনেকেই বন্দি হন ৷ কারাব
বাংলাদেশে মোদীর পথ আটকানো হলে কড়া হাতে প্রতিহত করা হবে: চরম হুঁশিয়ারিআগামী ১৬ মার্চ বাংলাদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর এই সফরের আগেই হেফাজতে ইসলাম
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!