Sunday, July 2, 2017

হাটহাজারীতে মসজিদেই দেখানো হচ্ছে টিভি!

এম ওমর ফারুক আজাদ

আধুনিক ডিজাইনে গড়া বিশাল মসজিদ। ছাদের উপর ডিস এন্টেনা। মসজিদের দেয়ালে হলরুম স্টাইলে সাজিয়ে রাখা হয়েছে টিভি। এলাকাবাসি জানিয়েছে, প্রতিদিন এশার নামাযের পরপরই মুসল্লিদের টিভি দেখানো হয়।

মসজিদ কেন্দ্রিক ঘটনাটি পরিচালিত হচ্ছে হাটহাজারী উপজেলাধীন ছিপাতলি ইউনিয়নের কাজিরখিল গ্রামে। মসজিদটির পাশেই রয়েছে দাওয়াতে ইসলামী নামক সংগঠন কর্তৃক  পরিচালিত মাদ্রাসা। মাদরাসার সাইনবোর্ডে লেখা আছে, জামিয়াতুল মদিনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চারিয়া বাজার থেকে পূর্ব দিকের গ্রাম কাজিরখিল। বসতবাড়ি থেকে অনেকটা এক সাইটে মাদ্রাসা এবং মসজিদটি অবস্থিত।
মসজিদের নিয়মিত মুসল্লী কবির আহমদ জানান, আমি এই মসজিদে নামাজ পড়ি। প্রতিদিন এশার নামাজ পর টিভি দেখানো হয়। আমরা টিভিতে ওয়াজ দেখি।

মসজিদে টিভি রাখা নিয়ে এলাকাবাসির ক্ষোভ লক্ষ্য করা গেছে। এমনকি এলাকার তেমন কেউ ঐ মসজিদে যায় না।
এবিষয়ে ঐ এলাকার মুসল্লী হারুনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা ঐ মসজিদে যায় না। ওরা নিজেদের ইচ্ছে মতো যা মন চায় তা করে যাচ্ছে। এমনকি মসজিদে টিভি পর্যন্ত দেখানো হচ্ছে...।


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!