দেশের সর্ব বৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে আগামী ২৮ ফেব্রুয়ারী ও পহেলা মার্চ বৃহস্পতি ও শুক্রবার প্রত্যেহ বাদ জোহর হতে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিতব্য মহানবী হযরত মুহাম্মাদ ( সা.) এর পবিত্র সীরাত আলোচনা উপলক্ষে দুইদিন ব্যাপী " শানে রেসালত সম্মেলন" সর্বস্থরের তৌহিদী জনতার স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনের মাধ্যমে সফল করা আমাদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য ৷
মানব জীবনের শান্তি সফলতার জন্য বিশ্ব নবী হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ অনুস্বরণের বিকল্প নেই ৷ ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে রাসুল সা.এর আদর্শ অনুস্বরণ করলে শান্তি -সফলতা সু-নিশ্চিত ৷
বর্তমান সময়ে ইসলাম বিদ্বেষী নাস্তিক্যবাদী গোষ্ঠী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে চিরতরে মিটিয়ে দিতে আধা জল খেয়ে মাঠে নেমেছে ৷ আকিদায়ে খতমে নবুওয়াতের ব্যপারেও গভীর ষড়যন্ত্র চলছে ৷ এহেন নাজুক পরিস্থিতে রাসুল সা.এর পবিত্র জীবনী আলোচনার শানে রেসালত সম্মেলন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ৷ হেফাজতে ইসলামের শানে রেসালত সম্মেলন একটি ব্যতিক্রমধর্মী সম্মেলন ৷ এতে দেশের বরেণ্য হক্কানী ওলামায়ে কেরাম নির্ধারিত বিষয়ের উপর জ্ঞানগর্ব আলোচনা করেন ৷ শানে রেসালত সম্মেলন থেকে ইসলাম বিরোধীদের মুখোশ উন্মোচন করে মুসলিম উম্মাহর করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়
আমাদের মাতৃভূমি বাংলাদেশ থেকে নবুওয়ত ও রিসালতের আদর্শ, ইসলামী শিক্ষা, তাহজিব- তামাদ্দুন, মুছে ফেলে হিন্দুয়ানী অপসংস্কৃতি চর্চার মাধ্যমে বাংলাদেশকে ধর্মহীনরাষ্ট্রে পরিনত করার ষড়যন্ত্র চলছে।
এই নাজুক সময়ে হেফাজতে ইসলামের শা'নে রেসালত সম্মেলনে স্বতঃস্ফুর্ত অংশ গ্রহন আলেম ওলামা ও সাধারণ মুসলমানদের ঈমানী চেতনা বৃদ্ধি করবে। বাতিল অপশক্তির মুকাবিলায় দিকনির্দেশনা পাওয়া যাবে ৷ তাই সর্বস্থরের তৌহিদী জনতা নবীজী সা. এর শা'ন মান ও মর্যাদা রক্ষায় শানে রেসালত সম্মেলনে অংশ গ্রহণ করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য ৷
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!