বন্ধু, চলো, নামাজে যাই ?
- না, তুমি যাও?
- কোন সমস্যা?
বলো না ৷ বলো না ৷আরে বল না কেন
পরে যা বলল : এক আহলে হাদীস তাকে জালাতন শুরু করেছে ৷ তার নামাজ সহীহ হয় না ৷ কারণ সহীহ হাদীস অনুযায়ী নামাজ হচ্ছে না ৷
বেচারার কাছে দলিল নাই ৷ তাই বাসায় নামাজ পড়ছে ৷
- না, চলো ৷
আমি আছি তো?!
টেনে নিয়ে গেলাম ৷
****
নামাজ পর সেই লোকটিকে ধরলাম! লুঙ্গি পড়া!
- সহীহ হাদীসে লেখা না থাকলে তা আমল করা যাবে না?
- না !!
- এই যে আপনি লুঙ্গি পড়েছেন ৷ লুঙ্গি পড়া যাবে সে বিষয়ে সহীহ হাদীস বলুন !
- হাদীসে ইজারের কথা এসেছে ৷
- ইজার মানে লুঙ্গি কোন অভিধানে দেখাতে পারবেন?
আপন মৃত ব্যক্তির ক্ষেত্রে ইজার বলছে ৷ জীবিতদের ক্ষেত্রে কোন দলিলে বললেন? সহীহ দলিল দেন শুনি?!
চুপ ৷
-ভাই, লুঙ্গি বিষয়ে সহীহ হাদীস বলেন, নতুবা লুঙ্গি পরা যাবে না !!
আমি লুঙ্গি টেনে খুলে ফেলবো ৷ সহীহ হাদীস বলুন ৷
***
হাতাহাতি হবে!!
- দলিলে না পারলে বলেন !! তারপর হাতাহাতি এ যাবো ৷৷
বেচারা গালিগালাজ করে চলে গেল!!
সহীহ হাদীস মতে যাকে ফাসিক বলে ৷৷
#বিঃদ্রঃ এভাবে মসজিদে যারা নামায নিয়ে ফিতনা করবে, পরনে লুঙ্গি থাকলে টেনে ধরবেন। সহীহ হাদীসের দলিল দেখাও নাহয় লুঙ্গি খুলো।
Tuesday, May 30, 2017
সম্পর্কিত আরও পড়ুন
আমরা আহলে হাদীস না হয়ে আহলে সুন্নাহ কেন হাদীস ও সুন্নাহের মাঝে পার্থক্য কি?মুসলিমরা হাদীস নয় বরং সুন্নাহ্ অনুসরণ করবে।সব হাদীস সুন্নাহ্ নয়, কিন্তু সব সুন্নাহ হাদীস।হাদীস বল
বিচার সবই মানি কিন্তু তাল গাছ আমার।ইমাম মুহাম্মদ ইব
কথিত আহলে হাদিস ভাইদের হাতে হারিকেন ধরিয়ে দিলেন, আল্লামা ওলিপুরি হাফিযাহুল্লাহ👉 সহীহ হাদীসে আছ
সহীহ ওয়ালাদের সহীহ ধোঁকাবাজি ও মিথ্যাচরনসাধারন মানুষকে ধ
আরব বিশ্বের প্রসিদ্ধ আলেম শায়েখ শুআইব আরনাঊতের দৃষ্টিতে শায়েখ নাসীরুদ্দীন আলবানী কেমন ছিলেন[শায়েখ নাসীরুদ্দীন আলবানী রাহিমাহুল্লাহ (১৩৩২ হি./১৯১৪ ঈ.-১৪২০ হি./ ১৯৯৯ ঈ.) ছিলেন বিগত শতাব্দির আ
লা মাযহাবীদের ফিতনাহ রুখতে লেংড়া মশাই যতেষ্ট_??|| কওমী মাদ্রাসা প
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!