Sunday, May 5, 2019

মন চায় আব্বাজান (দা.বা.)সম্পর্কে হাজার পৃষ্ঠা লিখি...


গতকাল ঢাকা প্রোগ্রাম শেষে সোজা হাটহাজারী চলে আসেন আজ সারাদিন হাটহাজারীতে আছেন সকাল থেকে শায়েখের খেদমত শেষে দুপুরের পরে আব্বাজানের খেদমতে বসলাম দীর্ঘ দুই ঘন্টা বসে আব্বাজানের নসিহত শুনলাম। কোরআন,হাদীস,আকাবীরে আসলাফ,সালফে সালেহীনদের মেহনত চেষ্টার উদাহরণ দিয়ে খেদমত,তাকওয়া,ইত্তেবায়ে সুন্নতের,ইত্যাদির উপর নসিহত করলেন। নফল ইবাদতের গুরুত্ব ইত্যাদির উপর আদেশ দিলেন।
এতো বিশাল এলমের জাহাজ এভাবে সাধাসিধে আওয়াম মানুষের মতো জিন্দেগী যাপন করছেন,অবাক হলাম, আব্বাজানের নফল এবাদত সসম্পর্কে আম্মাজান থেকে সব সময় শুনে থাকি,নিজেও বহত দেখছি গতকাল ও দেখলাম রাত ৩ টা বেজে গিয়েছিলো পৌঁছাতে যখন ঘড়িতে দেখলেন তিনটা তখন আর ঘুমালেন না অজু করে.....
আল্লাহ আপনি আব্বাজানের হায়াতে তাইয়্যেবাহ দান করুন। উনার ছায়া আমাদের উপর দীর্ঘ করুন।

ইনশাআল্লাহ আব্বাজানের আত্ব জীবনী নিয়ে একটি বই লিখার খেয়াল আছে।
(ফেসবুক পাতা, In'amul Hasan Faruqi )

শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!