আমি তো বিজ্ঞান বুঝিনা.. আমি তো কেমেস্ট্রি বুঝিনা.. আমি তো হেলথ বুঝিনা.. আমি তো ভূগোল বুঝিনা তাহলে কি হবে আমার ভবিষ্যত ??? ,, প্রিয় বন্ধু ! এই ধরণের প্রশ্নের মুখে একজন মাদ্রাসার ছাত্রকে পরতে হয় প্রতিনিয়তেই । আমি ঐ সকল চেতনাধারী ব্যক্তিবর্গকে যানাচ্ছি ধিক্কার ! ধিক্কার ! ধিক্কার.. ,, যারা আমাদেরকে তিরুষ্কারের ভাষায় বলে.... হুজুর হয়ে কি করবে ? মাদ্রাসা মসজিদে ৩হাজার টাকার চাকরী করবে ?? আমি চেলেন্জ ছুড়ে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি.... ,, (১) আপনারা ৩০ হাজার টাকার বেতনের চাকরী করেন অথচ রাতে শান্তিতে ঘুমাতে পারেননা... অভাব যেন পিছুই ছাড়ছেনা. !! ↓ এই টাকা দিয়ে তো আপনি আপনার স্ত্রীর মনটুকুই জয় করতে পারেননা..... অথচ মাদ্রাসার একজন শিক্ষক ৩হাজার টাকা পেয়ে রাতে শান্তিতে ঘুমায় অভাব যেন তাদের অচেনা কিছু.... আর তাদের বিবিরা তো এতেই অনেক সন্তুষ্ট.... ,, (২) ধরুন বাংলার সবচে বড় বিদ্যাপিঠ ঢাবী থেকে আপনি B.C.S এর সার্টিফিকেট নিয়ে আসছেন! আর ঠিক সেই সময় পিছন থেকে একটি গাড়ি এসে আপনাকে ধাক্কা দিল , আর আপনি চলে গেলেন নাফেরার দেশে.... তাহলে কি হলো আপনার ভবিষ্যত ?? ,, ""একজন প্রফেসর অবসর নেওয়ার পর তার শিক্ষার্থীরা তাকে ভুলে যায়.... অথচ একজন মাদ্রাসার শিক্ষক যতো বৃদ্ধ হবে তার সম্মান বেড়েই যাবে... ,, একজন নেতার পিছে পিছে তার কর্মীরা ঘুড়ে শুধু বিনিময়ের লোভে... টাকা নেই তো নেতাও নেই ।.... কিন্তু বাংলার বহু নেতা আলেমের দরজায় দাড়িয়ে থাকে কিসের আসায় ???? ,, বাংলার সকল জেনারেল শিক্ষার্থীদের সপ্নের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তার ছাত্রদের সামনে আসতে ভয় পায়... ↓ অথচ , আল্লাহর কসম ! করে বললাম... একজন মাদ্রাসার শিক্ষকের পায়ে জুতা পরিয়ে দিতে পারলে তার ছাত্ররা নিজেকে পৃথিবীর সবচে ভাগ্যবান মনে করে.. তবুও কি নিজেকে ধন্য মনে করবোনা....?? ,, প্রিয় বন্ধু ! যদি তুমি নিজেক ধন্য মনে করো তাহলে অন্তর থেকে একবার বলো "আমি গর্বিত আমি মাদ্রাসার ছাত্র"...
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!