আমাদের দেশে নবী (স.) এর জন্মদিনের নামে ওরশ পালন করা হয়। কিন্তু ইসলামে উরশ বলতে কিছু নেই। তারা এটা করে নবীর জন্য রহমত বর্ষনের জন্য। অথচ এটা ইসলামের কোনো পন্থা নয়।
ইসলামের পন্থা হলো তার রহমত বর্ষনের জন্য দরূদ বেশি বেশি পাঠ করা। আজকে মিলাদ কিয়াম করা হয়। ইসলামে মিলাদ কিয়াম বলতেও কিছু নেই।
শনিবার খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার তিনদিন ব্যাপী ইসলাহি মাহফিলের শেষদিনে প্রধান মেহমানের বক্তব্যে আল্লামা আহমদ শফী এসব কথা বলেন।
বিকেল সাড়ে তিনটায় শাহ আহমাদ শফি ময়মনসিংহ পলিটেকনিক মাঠে এসে হাজির হন। সেখান থেকে পৌঁছান মাহফিল স্থলে।
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!