আজ সকালে ঘুম থেকে
উঠে ব্রাশ টা হাতে নিয়ে ক্যামপাস
এ না গিয়ে আজ একটু
হাটতে হাটতে অনেক
দূরে চলে গেলাম।
হঠাৎ দেখি একটি
কবরে একটি ছেলে শুয়ে
কাদছে আর বলছে মা তুমি
কেনো আমায় একা ফেলে
চলে গেলে।তখন আমি
কাছে গিয়ে ছেলে টাকে
বললাম ভাইয়া কি হয়েছে
তোমার।তুমি এভাবে কবরে
শুয়ে কাদছো কেনো।
ছেলেটি বললো এটা আমার
মায়ের কবর।আমার মা ছিলো
দুনিয়াতে আমার একমত্র আপন।
বাবা তো আমি অনেক ছোট
থাকতেই মারা গেছেন।
আমার মা মারা যাওয়ার
পর আমি খুব অসহায় হয়ে পড়ি।
কেউ আমায় খাইতে দেয় না।
পেটের ক্ষুধার যন্ত্রনা সহ্য
করতে না পেরে এক বাড়িতে
গিয়ে খাইতে চাই।কিন্তুু বাড়ির
মালিক বললো কাজ করে
খেতে পারিস না।আমি বললাম
তাহলে আমায় একটা কাজ দিন
।কিন্তুু আমায় তখন তারা কাজ
না দিয়ে বললো চুরি করার
মতলব আকছিস।বলে আমায়
বের করে দেয়। তাই
আমি রাতে তাদের গাছের
সুপারি চুরি করতে উঠে ধরা পড়ি।
আর তারা আমায় অনেক মারধোর
করে।তাই আমি আর
সহ্য করতে না পেরে
মায়ের কবরে এসে
বলছে মা তুমি কেনো আমায়
না নিয়ে একা ফেলে গেছো
এই নিষ্ঠুর দুনিয়ায়।
পরে আমি ছেলে টাকে নিয়ে যাই
ও আমার এক ওখানকার রিলেটিভ
চাচার কাছে দিয়ে বলি
ও যতটুকু পারবে কাজ
করবে আর তুমি ওরে একটু
খাওয়াইবা। আরো বললাম
চাচ ও খুব এতিম অসহায়।
তাই প্লিজ চাচা ওরে একটু
আদর করিয়েন।আমিও
মাঝে মাঝে এসে দেখে যাবো।
আর যা পারি দিয়ে যাবো
।এই বলে আমি চলে যাওয়ার
সময় ও আমার দিকে
তাকিয়ে অঝর নয়নে যেনো
খুশির কান্না কাদতে ছিলো।
তখন যেনো আমারও
চোখ থেকে খুশির জল বেরিয়ে এলো।
'
- সংগ্রহ Laohe Mahfuz
Sunday, February 5, 2017
সম্পর্কিত আরও পড়ুন
তীয়করোনার দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে গরিব অসহায়দের পাশে দাঁড়াতে আল্লামা তাকি উসমানির বিশেষ আহ্বানকরোনা ভাইরাসে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ধীরে ধীরে সবধরণের কাজই বন্ধ হয়ে যাচ্ছে। ফলে ‘দিন এনে দিন খ
এটি ভিনদেশী কোনো প্রদেশের চিত্র নয়,!ময়মনসিংহ মহিলা
মানুষ সবচেয়ে অসহায় হবে কখন জানেন কি...?মানুষ সবচেয়ে অস
মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন হুজুরের ঋণ কেউ পরিশোধ করতে পারবে না,তবুও হুজুরকে দেখলে ঘৃণা করি!রাত তখন চারটা আমù
মন চায় আব্বাজান (দা.বা.)সম্পর্কে হাজার পৃষ্ঠা লিখি...গতকাল ঢাকা প্রোগ্রাম শেষে সোজা হাটহাজারী চলে আসেন আজ সারাদিন হাটহাজারীতে আছেন সকাল থেকে শায়েখের খেদ
নবীন ওয়ায়েজদের নিকট বিনীত নিবেদন....কিছু জরুরী কথা। ১, বয়ানের জীবনে অ
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!