Sunday, February 5, 2017

কান্না আর ধরে রাখতে পারলাম না।

আজ সকালে ঘুম থেকে
উঠে ব্রাশ টা হাতে নিয়ে ক্যামপাস
এ না গিয়ে আজ একটু
হাটতে হাটতে অনেক
দূরে চলে গেলাম।
হঠাৎ দেখি একটি
কবরে একটি ছেলে শুয়ে
কাদছে আর বলছে মা তুমি
কেনো আমায় একা ফেলে
চলে গেলে।তখন আমি
কাছে গিয়ে ছেলে টাকে
বললাম ভাইয়া কি হয়েছে
তোমার।তুমি এভাবে কবরে
শুয়ে কাদছো কেনো।
ছেলেটি বললো এটা আমার
মায়ের কবর।আমার মা ছিলো
দুনিয়াতে আমার একমত্র আপন।
বাবা তো আমি অনেক ছোট
থাকতেই মারা গেছেন।
আমার মা মারা যাওয়ার
পর আমি খুব অসহায় হয়ে পড়ি।
কেউ আমায় খাইতে দেয় না।
পেটের ক্ষুধার যন্ত্রনা সহ্য
করতে না পেরে এক বাড়িতে
গিয়ে খাইতে চাই।কিন্তুু বাড়ির
মালিক বললো কাজ করে
খেতে পারিস না।আমি বললাম
তাহলে আমায় একটা কাজ দিন
।কিন্তুু আমায় তখন তারা কাজ
না দিয়ে বললো চুরি করার
মতলব আকছিস।বলে আমায়
বের করে দেয়। তাই
আমি রাতে তাদের গাছের
সুপারি চুরি করতে উঠে ধরা পড়ি।
আর তারা আমায় অনেক মারধোর
করে।তাই আমি আর
সহ্য করতে না পেরে
মায়ের কবরে এসে
বলছে মা তুমি কেনো আমায়
না নিয়ে একা ফেলে গেছো
এই নিষ্ঠুর দুনিয়ায়।
পরে আমি ছেলে টাকে নিয়ে যাই
ও আমার এক ওখানকার রিলেটিভ
চাচার কাছে দিয়ে বলি
ও যতটুকু পারবে কাজ
করবে আর তুমি ওরে একটু
খাওয়াইবা। আরো বললাম
চাচ ও খুব এতিম অসহায়।
তাই প্লিজ চাচা ওরে একটু
আদর করিয়েন।আমিও
মাঝে মাঝে এসে দেখে যাবো।
আর যা পারি দিয়ে যাবো
।এই বলে আমি চলে যাওয়ার
সময় ও আমার দিকে
তাকিয়ে অঝর নয়নে যেনো
খুশির কান্না কাদতে ছিলো।
তখন যেনো আমারও
চোখ থেকে খুশির জল বেরিয়ে এলো।
'
- সংগ্রহ Laohe Mahfuz


শেয়ার করুন

0 Comments:

একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!