আজ সকালে ঘুম থেকে
উঠে ব্রাশ টা হাতে নিয়ে ক্যামপাস
এ না গিয়ে আজ একটু
হাটতে হাটতে অনেক
দূরে চলে গেলাম।
হঠাৎ দেখি একটি
কবরে একটি ছেলে শুয়ে
কাদছে আর বলছে মা তুমি
কেনো আমায় একা ফেলে
চলে গেলে।তখন আমি
কাছে গিয়ে ছেলে টাকে
বললাম ভাইয়া কি হয়েছে
তোমার।তুমি এভাবে কবরে
শুয়ে কাদছো কেনো।
ছেলেটি বললো এটা আমার
মায়ের কবর।আমার মা ছিলো
দুনিয়াতে আমার একমত্র আপন।
বাবা তো আমি অনেক ছোট
থাকতেই মারা গেছেন।
আমার মা মারা যাওয়ার
পর আমি খুব অসহায় হয়ে পড়ি।
কেউ আমায় খাইতে দেয় না।
পেটের ক্ষুধার যন্ত্রনা সহ্য
করতে না পেরে এক বাড়িতে
গিয়ে খাইতে চাই।কিন্তুু বাড়ির
মালিক বললো কাজ করে
খেতে পারিস না।আমি বললাম
তাহলে আমায় একটা কাজ দিন
।কিন্তুু আমায় তখন তারা কাজ
না দিয়ে বললো চুরি করার
মতলব আকছিস।বলে আমায়
বের করে দেয়। তাই
আমি রাতে তাদের গাছের
সুপারি চুরি করতে উঠে ধরা পড়ি।
আর তারা আমায় অনেক মারধোর
করে।তাই আমি আর
সহ্য করতে না পেরে
মায়ের কবরে এসে
বলছে মা তুমি কেনো আমায়
না নিয়ে একা ফেলে গেছো
এই নিষ্ঠুর দুনিয়ায়।
পরে আমি ছেলে টাকে নিয়ে যাই
ও আমার এক ওখানকার রিলেটিভ
চাচার কাছে দিয়ে বলি
ও যতটুকু পারবে কাজ
করবে আর তুমি ওরে একটু
খাওয়াইবা। আরো বললাম
চাচ ও খুব এতিম অসহায়।
তাই প্লিজ চাচা ওরে একটু
আদর করিয়েন।আমিও
মাঝে মাঝে এসে দেখে যাবো।
আর যা পারি দিয়ে যাবো
।এই বলে আমি চলে যাওয়ার
সময় ও আমার দিকে
তাকিয়ে অঝর নয়নে যেনো
খুশির কান্না কাদতে ছিলো।
তখন যেনো আমারও
চোখ থেকে খুশির জল বেরিয়ে এলো।
'
- সংগ্রহ Laohe Mahfuz
Sunday, February 5, 2017
সম্পর্কিত আরও পড়ুন
মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন হুজুরের ঋণ কেউ পরিশোধ করতে পারবে না,তবুও হুজুরকে দেখলে ঘৃণা করি!রাত তখন চারটা আমù
“বিপক্ষে গেলে বহিরাগত, স্বপক্ষ হলে আমন্ত্রিত”ডাবল স্ট্যান্ডার্ড ও কাঁদাছুড়াছুড়ি উম্মুল মাদারিস ও মকবুল ইদারায় অশোভন ও অনাকাঙ্ক্ষিত। মকবুল ইদারার
সহজে পাগড়ি বাঁধবেন যেভাবে (ভিডিও)মাথায় পাগড়ি বাঁধা সুন্নত। হাদিসে এসেছে নামাজের সময় পাগড়ি বাঁধলে সত্তরগুন বেশি সওয়াব পাওয়া যায। বস্ত
আপোষহীন অপ্রতিরোধ্য মুফতী আমিনী রহ. ৪ঠা এপ্রিলের হরতাল একটি উদাহরণ মাত্রদেশে অনেক সংগঠন আছে, আছেন অনেক নেতা। তারপরেও কেন মানুষ সময়ে সময়ে আল্লামা মুফতী আমিনীকে স্মরণ করেন?
করোনা থেকে বাঁচতে অজুর উপকারিতাবিশ্বব্যাপী করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সম্প্রতি আমাদের দেশেও পাওয়া গেছে করোনা আক্রা
এশিয়ার গৌরব মুফতী আব্দুস সালাম চাটগামী;স্বপ্নযোগে রাসুল সা.এর আদেশবর্তমান বাংলাদেশের মুফতীয়ে আজম ও হাটহাজারী মাদরাসার প্রধান মুফতী আল্লামা আব্দুস সালাম চাটগামী হাফিয
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!