কস্ট করে সন্তানকে করলাম লালন পালন
আজ সেই সন্তান আমায় করল পর
ভিক্ষা নয়, বোট চানাচুর বিক্রি করেই পেট চালাচ্ছেন বৃদ্ধ চাচা '
চাচাকে দেখে আমার নিজের লেখা কবিতা আবৃত্তি করতে মন চাইল
আমি বেচে আছি ঠিকই!
জোয়ার শেষে ডাঙ্গায় আটকা পরা
কোন এক সামুদ্রিক প্রাণীর মত,
প্রচন্ড ঝড়ে ডানা ভাঙ্গা
কোন এক হতভাগ্য পাখির মত,
যে আর কখনই খুজে পায়নি তার ঠিকানা।
চিৎকার করে কেদে কেদে
কেটে গেছে বাকিটা জীবন।
আমি বেচে আছি ঠিকই!
বিনা দোষে ফাসির কাষ্ঠে ঝুলে পড়া
কোন এক আসামীর মত,
যে কখনই কাউকে বলতে পারেনি
এ অপরাধ আমার নয়,
শুধু নিরবে গুমরে গুমরে কেদে
ঝরে গেছে শুকনো পাতার মত।
আমি বেচে আছি ঠিকই!
না বলতে পারা না সইতে পারা
অব্যাক্ত একটা জীবন্ত আগ্নেয়গিরি,
অনন্তকাল বুকে ধরে চলা-
সেই নিশ্চুপ পাহাড়ের মত।
যে কখনই বলতে পারেনি
তার বুকের ভেতরের প্রজ্জ্বলিত লাভা
কিভাবে তাকে পুড়ে পুড়ে
ছাই করে দিচ্ছে প্রতিনিয়ত।
আমি বেচে আছি ঠিকই!
মানুষ নয়, মানুষের বেশে
কোন এক কিট-পতঙ্গ কিংবা
আরো অধিক ঘৃণ্য কোন এক
জন্তুর মত। Laohe_Mahfuz
সর্বশেষ ...
চাচার জন্য দোয়া রইল
আল্লাহ চাচার অভাব দুর করে দিন
চাচাকে আল্লাহ হেফাজত করুক। আমিন
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!