তাদের নবী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিশ্চিত নয়।
(দ্রষ্টব্য : ডা. জাকির নায়েক লেকচার সমগ্র, ভলিয়াম নং ২, পৃষ্ঠা নং ১৬২/ ॥ প্রকাশনায় : পিস পাবলিকেশন--ঢাকা)
পর্যালোচনা
পবিত্র কুরআন ও হাদীসের কোথাও রাম ও কৃষ্ণকে নবী বলা হয়নি। যাদেরকে কুরআন ও হাদীসের কোথাও নবী বলা হয়নি, তাদের সম্পর্কে নবী হওয়ার বিশ্বাস বা ধারণা পোষণ করা ঈমানবিধ্বংসী কাজ। ডাক্তার জাকির নায়েক এখানে সেই কাজই করেছেন।
তা ছাড়া রাম ও কৃষ্ণের যে যৌনলীলা ঘটিত চরিত্র বর্ণনা করা হয়, তা কোন নবীর চরিত্র হতে পারে না। নবীগণ সবাই ছিলেন নিষ্কলুষ মহান চরিত্রের অধিকারী।
(প্রমাণ : আল-কুরআন, সূরাহ মুমিন, আয়াত নং ৭৮/ সূরাহ হাজ্জ, আয়াত নং ৭৫/ আক্বায়িদুল ইসলাম, ১ম খ-, ৩১৮ পৃষ্ঠা)
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!