একনজরে দেখে নেই কিভাবে উপমহাদেশেইসলামের পতন শুরু হলো। ১৮০৩- ইস্ট ইন্ডিয়া কোম্পানিরর ঘোষনা 'সৃষ্টিআল্লাহর, দেশ সম্রাটের, হুকুম চলবে কোম্পানির'।১৮০৩- মোহাদ্দেস শাহ আবদুল আযীযদেহলভী র.এর ফতুয়া 'আল্লাহর সৃষ্টিতেআল্লাহর হুকুম ই চলবে, কোম্পানির নয়। দেশ দারুল হরব হয়ে গেছে, আযাদ করা ফরজ হয়ে গেছে। ১৮১৮- দেহলভীর ফতোয়া অনুসারে হাজী শরিয়ত উল্লাহর ফরায়েজি আন্দোলন শুরু।১৮২৬- দেহলভি কর্তৃক আদেশপ্রাপ্ত হয় সায়্যিদআহমদ শহীদ এর জিহাদ শুরু। ১৮৪০- হাজী শরিয়ত উল্লাহর মৃত্যু, ফরায়েজিআন্দোলনের নেতৃত্বে দুদু মিয়া।১৮৬৪ থেকে ১৮৬৭- ফরায়েজি আন্দোলনের পরাজয়, দিল্লীর চাঁদনিচক থেকে খায়বার পর্যন্ত রাস্তার দুই পাশের প্রত্যেক গাছে ১৪ হাজার আলেমের ফাসি, ৩লক্ষ কপি কোরআন পোড়ানো, ৮০ হাজার মাদ্রাসা বন্ধ।১৮৮৫- ভবিষ্যতে যেন ফরায়েজির মত আন্দোলন না হয় এর জন্য গোলাম আহমদ কে নিযুক্ত করে কোম্পানি। গোলাম আহমদনিজেকে মোজাদ্দেদ (মোহাদ্দেসথেকেও বড়) দাবী করে ফতুয়া প্রদান'কোম্পানির হুকুম মানা ফরজ, বিরোধীতা হারাম'।এই ফতোয়াকে শক্তিশালী করতে ১৮৯১ সালেনিজেকে ইমাম মেহেদী দাবী করে গোলাম আহমেদ এবং ১৯০১ সালে নিজে কে নবী দাবী করে।১৮৫০- ১৭৮০ সালের বৃটিষদের কর্তৃক প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসায় অধ্যক্ষ পদ সৃষ্টি করে আলিয়া মাদ্রাসার দখল নেয় কোম্পানি। আলিয়া মাদ্রাসার সিলেবাসে পড়ানো হয় জিহাদ বিরোধী অধ্যায় এবং খৃষ্টানধর্ম।১৮৬৬- সালে দেওবান্দ মাদ্রাসা সৃষ্টি করে ইসলামিশিক্ষা প্রচার, রশিদ আহমেদ গাঙ্গোহি কর্তৃক পীর- মুরিদী দ্বারা ইসলামি শিক্ষা।১৮৬৯- ফ্রোয়েবল কর্তৃক প্রতিষ্ঠিত ১৮৩৭সালের কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা বৃটিষ রাএদেশে নিয়ে আসে যেন মুসলিম সন্তানেরা মক্তবে পড়ার সময় না পায়। ১৯২০- মওলানা মুহাম্মদ ইলিয়াস আখতার কান্ধলভি (রহঃ)এর দ্বারা বয়স্ক লোকদের ইসলামি শিক্ষা ও দাওয়াতএর জন্য তাবলিগ জামায়াতের প্রতিষ্ঠা হয় ৷
Sunday, March 12, 2017
সম্পর্কিত আরও পড়ুন
জাতিসংঘে দেওয়া ইমরান খানের ৩ নম্বর পয়েন্টের বঙ্গানুবাদইসলামি জঙ্গিবাদ উগ্রবাদ বলতে কোন শব্দ নাই। ইসলাম একটাই আর সেটা হলো ১৪০০ বছর পূর্বে মোহাম্মদ সাঃ শিখ
যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় রেকর্ড ১ হাজার ৪৯ জনের মৃত্যু!করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ব্যর্থ সারা বিশ্ব। ভাইরাসটিতে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে হি
আকীদা এবং আমল প্রসঙ্গ: ভাইরাস সংক্রমন | আল্লামা মামুনুল হককরোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা থেকে গৃহিত সতর্কতামূলক পদক্ষেপের বিষয়ে অবহেলা করার সুযোগ মোটেই নেই
চিকিৎসকদের জন্য যাবতীয় সুরক্ষা সামগ্রী নিশ্চিত করুন! --আল্লামা শাহ আহমদ শফীকরোনাভাইরাসের মহামারি আজ বিশ্বজুড়ে। আমাদের দেশেও এর প্রকোপ দিনদিন বাড়ছে। প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে মৃত
ইসলাম ও দেশকে বাঁচাতে ঐক্যবদ্ধ হোন, আল্লামা জুনায়েদ বাবুনগরীইসলাম ও দেশকে বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়া সময়ের অপরিহার্য দাবী বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশে
তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ করোনায় আক্রান্ত!আন্তর্জাতিক ডেস্কঃ তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!