না বলে আর পারছি না। জবাব ছিলো প্রত্যেকটি লাইনের, কিন্তু প্রয়োজন মনে করিনি। এখনও মনে করছি না। আল্লাহই অন্তরজামী, তবে মনে হয়েছে হিংসা থেকেই লেখাটি প্রসব করা। ধরে নিলাম দীনি স্বার্থেই লিখেছেন। কিন্তু শিরোনামটি আঘাত হেনেছে আমাদের মুরব্বীদের শান-মানে। আবার সে লেখাটি নাস্তক্যবাদী পত্রিকায় দিয়ে খুব বড় ইসলামের খেদমত করে ফেলেছেন? ইসলামের খেদমত করলেন নাকি হুজুরদের দেয়ার জন্য ওদের হাতে বাঁশ ধরিয়ে দিলেন? আপনার লেখাটির মাধ্যমে কতোটুকু দীনের উপকার হলো? হেলিকপ্টারে চড়ে ওয়াজে গেলে তাতে ১ পয়সারও হেদায়াত হবে না কোন দলীলে পেলেন? ওলামায়ে কেরামকে মাহফিল কর্তৃপক্ষ হেলিকপ্টারে নিক কিংবা রিক্সায় চড়িয়ে নিক, তাতে আপনার সমস্যা কোথায়? এর সাথে মাদরাসা শিক্ষকদের বেতন বাকীরও বা সম্পর্ক কী? মগজ ধোলাই করে যদি হেলিকপ্টারে চড়া যায়, তাহলে বসে কেনো? আপনিও কোনো এক বা একাধিক পাবলিকের মগজ ধোলাই করে হেলিকপ্টারে চড়ে চেতনা বিক্রি শুরু করুন না! ওয়াজ যদি ব্যবসা হয়, তাহলে ইমামতি বাণিজ্য, শিক্ষকতা বাণিজ্য, লেখা বাণিজ্য, বাতিল বিরোধী প্রতিবাদের নামে ইউটিউবে বক্তব্য বাণিজ্য, খতমে বোখারী বাণিজ্য, মাদরাসায় ভর্তি বাণিজ্য, বেতন বাণিজ্য ইত্যাদি দীনের খেদমতকে তো বাণিজ্যই বলতে হয় তাই না? আফসোস! কি চাচ্ছেন, ওলামায়ে কেরাম আজীবন মরা চাউল খেয়ে যাবে, আর অন্যদের জন্য বাসমতী? ওলামায়ে কেরামের হেলিকপ্টারে চড়া সহ্য হয় না, ওলামায়ে কেরামকে হেলিকপ্টারে চড়তে দেখলে লজ্জা পান! অথচ, এ সমাজ ওলামায়ে কেরামকে যে গোলামীর জিঞ্জির পড়িয়ে রেখেছে, তা দেখে লজ্জা পাচ্ছেন না? আরে শুধু হেলিকপ্টার নয়, ওলামায়ে কেরাম উড়ো জাহাজে চড়ে চাঁদের দেশে যাবে ইনশাআল্লাহ। দেখি লজ্জাশীলদের নাক লজ্জায় কতোখানি লাল হয়। আল্লাহর কসম করে বলছি! কোনো প্রতিহিংসা বা খাহেশাত থেকে আজকে এ পোস্ট করিনি। তাহলে আগেই করতাম। কিন্তু পত্রিকায় হেলিকপ্টার বিদ্বেষী লেখাটি দেখার পর সহ্যের সীমা অতিক্রম করেছে। কেননা, উল্লেখিত বিদ্বেষী লেখাটি সম্পূর্ণ আল্লামা শাহ আহমদ শফী সাহেব হুজুরসহ আহলে হক ওলামা মাশায়েখের বিরুদ্ধে গিয়েছে। আর কোনো কওমী সন্তান সেটি মেনে নিতে পারে না। আমার অবাক লেগেছে সেটি দেখে, যখন লেখাটি বেশ কয়েকজন গর্বের সাথে কপি করেছে! আল্লাহ আমাদের হেফাজত করুন। পোস্ট সংশ্লিষ্ট মন্তব্য করুন। অপ্রাসাঙ্গিক মন্তব্য করে বুদ্ধিহীনতার পরিচয় দিবেন না। লেখক: হাবিবুর রহমান মিছবাহ
Sunday, March 12, 2017
সম্পর্কিত আরও পড়ুন
ইমাম শাফে'ঈ (রহঃ)-এর কিছু অমূল্য বাণীঃচার বস্তু শারীরিক শক্তি বৃদ্ধি করে:-=========================১. গোশত খাওয়া।২.সুগন্ধির ঘ্রাণ নেওয়া
করোনা ভাইরাসের একটি ছবি আপনার ঈমানকে যেন নষ্ট না করেএকটি ছবি ঈমানকে নষ্ট করে দিতে পারে। যেমন, এ পোস্টে সংযু্ক্ত ছবির ব্যাপারে বলা হয়েছে--এ ছবির প্রেক্ষ
কওমির তুলনা শুধুই কওমি✍ক্বাওমি মাদ্রাসার ছাত্র ছাত্রি বোর্ডিং এ রাত কাটাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে? ✍ক্বাওমি মাদ
সহীহ হাদিসের আলোকে জুমআর দিনের বিশেষ আমল১. জুমু‘আর দিনে ৬টি বিশেষ আমল ক. জুমু‘আর নামাযের উদ্দেশ্যে গোসল করা।খ. আযানের পূর্বেই মসজিদে রওনা হ
পীর মুরিদি মানেই হারাম এটা বলার আগে কুরআনের এই আয়াতকে মিথ্যা বলতে হয় (নাউযুবিল্লাহ)পীর মুরিদি বিষয়টি আলোচনা করা এখন খুব সংবেদনশীল হয়ে গেছে ।ধোকাবাজ ও ব্যবসায়ি পীরের কারনে ইমেজটা এতটা
ছেলেকে দাড়ি রাখতে দেখে বাবা জিজ্ঞাসা বললেন, "এটা কোন স্ট্যাইলছেলেকে দাড়ি রাখতে দেখে বাবা জিজ্ঞাসা বললেন, "এটা কোন স্ট্যাইল (উনার ধারনা ছিল বর্তমানে ডিজুস কোন স্
0 Comments:
একটা ভাল মন্তব্য আমাদের আরও ভাল কিছু লিখার অনুপেরনা যাগাই!